নিউজ ডেস্ক: দেশে মৌসুমি বায়ু প্রবেশ করেছে। মৌসুমি বায়ুর প্রভাবে আকাশ মেঘলা থাকলেও ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে, যা চলতে পারে আরও দুইদিন। আবহাওয়া অধিদপ্তর বলছে, শনিবার (৮ জুন) চার বিভাগে ভারি বর্ষণ হতে পারে। আগামী সোমবার থেকে বুধবারের মধ্যে সারা দেশে টানা বৃষ্টির সম্ভাবনা আছে। শুক্রবার (৭ জুন) তাপপ্রবাহ বয়ে গেছে ২৮ জেলায়। গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের ২২ জেলায় বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ গণমাধ্যমকে বলেন, দেশে মৌসুমি বায়ু প্রবাহিত হলেও দেশের সবখানে এর প্রভাব নেই। এতে দেশের সবখানে বৃষ্টিপাতের প্রবণতা নেই। তবে আগামী ১০ থেকে ১২ জুনের মধ্যে টানা বৃষ্টির সম্ভাবনা আছে।
শুক্রবার (৭ জুন’) সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা ও বরিশাল বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রংপুর, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম ও চাঁদপুর জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা সামান্য বৃদ্ধি পেতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।
শনিবার সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।’