লোকসভা নির্বাচন: মোদির একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংশয়

আন্তর্জাতিক ডেস্ক: চলছে ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ভোট গণনা। সাত ধাপে টানা দেড় মাস ভোটগ্রহণ শেষে মঙ্গলবার (৪ জুন) সকাল সাড়ে ৮ টা থেকে শুরু হয় এই ভোট গণনা পর্ব। ইতোমধ্যে বেশ কয়েক ঘণ্টা পারও হয়ে গেছে। তবে এবারের নির্বাচনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমতাসীন বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না-ও পেতে পারে বলে সংশয় রয়েছে।

এর আগে বুথফেরত জরিপে প্রধানমন্ত্রী নরেদ্র মোদির বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের নিরঙ্কুশ জয়ের আভাস মিললেও, পাশার দান উল্টে যেতে শুরু করে ভোট গণনার দুই ঘণ্টা পেরুতেই। প্রকৃত ফলাফলে চমক দেখিয়ে চলেছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। এমনকি দুপুর গড়াতে গড়াতে এবার সংশয় দেখা দিয়েছে এককভাবে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সম্ভাবনা নিয়েই। ৫৪৩ আসনের মধ্যে ৪শ’র বেশি আসন জয়ের স্লোগান নিয়ে যে প্রচারণা শুরু করেছিলেন মোদি, তা তো পূরণ হচ্ছেই না; বরং সংখ্যাগরিষ্ঠতা অর্জনে যে ২৭২ আসন দরকার তা পান কি না, এবার তাই নিয়ে তৈরি হয়েছে সংশয়।

অবশ্য সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসন জয়ের ব্যাপারটা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে মোদির জোট এনডিএ’র। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর সবশেষ তথ্য বলছে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে কম-বেশি ২৯০টি আসনে। এর মধ্যে একক দল হিসেবে বিজেপি এগিয়ে আছে ২৩৯টি আসনে। বিপরীতে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এগিয়ে আছে ২৩৫ আসনে। অলৌকিক কিছু না ঘটলে এখন পর্যন্ত যে পরিসংখ্যান, তাতে মোদির বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সম্ভাবনা শূন্যের কোঠাতেই।

এদিকে পশ্চিমবঙ্গে ফের একবার খেল দেখিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি। সবশেষ প্রাপ্ত ফল অনুযায়ী রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে ৩১টিতে এগিয়ে রয়েছে তার তৃণমূল কংগ্রেস। বিপরীতে মাত্র ১০টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। আর একটিতে এগিয়ে কংগ্রেস।

অন্যদিকে উত্তরপ্রদেশে আক্ষরিক অর্থে চমক দেখিয়ে চলেছে সমাজবাদী পার্টি। গত লোকসভা নির্বাচনে যে দলটি মাত্র পাঁচটি আসন পেয়েছিল, এবার তারাই কি না এগিয়ে রয়েছে ৩৮টি আসনে। বিপরীতে বিজেপি এগিয়ে রয়েছে ত্রিশের বেশি আসনে।

প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল শুরু হয় এবারের লোকসভা নির্বাচন। সাত ধাপে ভোট শেষ হয় গত ১ জুন। এরপর মঙ্গলবার ৮টা থেকে শুরু হয় ভোট গণনা।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দক্ষিণ কোরিয়ার নির্মাণ ও মৎস্য খাতে যেতে পারছেন না প্রায় ৩০০০ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ কোরিয়া শ্রমবাজারে বাংলাদেশি কর্মীরা কাজ করছেন দীর্ঘদিন ধরে। দেশটিতে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সরকারিভাবে উৎপাদশিল্পে শ্রমিক যাচ্ছেন। এই

সিরাজগঞ্জে ২১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২

মো: মাসুদ রানা.সিরাজগঞ্জ প্রতিনিধি: মাদক বিরোধী অভিযান চালিয়ে সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুলে ২১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা। এ সময় গাঁজা

কাঁটাতারের বেড়ায় মদের বোতল ঝুলিয়ে দিল বিএসএফ

অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে একদম শূন্যরেখার শেষ অংশে দেওয়া কাঁটাতারের বেড়ায় কাচের বোতল ঝুলিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বেড়া দেওয়ার ছয়

নিম্নমানের পাঠ্যবই ছাপায় শত কোটি টাকা লোপাট, দায়ে প্রভাবশালী চক্র

নিজস্ব প্রতিবেদক: ২০২৫ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ব্যবহার ও দরপত্রে অনিয়মের মাধ্যমে শত কোটি টাকা লোপাট করেছে একাধিক প্রকাশক। জাতীয় শিক্ষাক্রম ও

নৈশপ্রহরীর আলিশান বাড়ি, মাসিক বেতন ১৭০০ টাকা

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে আবেদ আলীকে নিয়ে যখন তোলপাড় চলছে ঠিক সেই সময়ে জামালপুর জেলার মাদারগঞ্জ উপেজলার সাব-রেজিস্টি অফিসের মাস্টার রোলে চাকরিরত জাহাঙ্গীর আলমের কোটি টাকার

সিরাজগঞ্জে পিকআপ উল্টে নারী নিহত, আহত’ ১৫

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে পিকআপ ভ্যান উল্টে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। রোববার (৭ এপ্রিল’)