আপনার জানার ও বিনোদনের ঠিকানা

লোকসভা নির্বাচন: কতটা বাস্তবসম্মত বুথফেরত জরিপের ফল

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে শনিবার (১ জুন) কার হাতে যাচ্ছে দেশটির শাসণভার, তা নিয়ে গণমাধ্যমগুলোতে চলছে চুলচেরা বিশ্লেষণ। আগামীকাল মঙ্গলবার (৪ জুন) লোকসভার ৫৪৩ আসনের নির্বাচনের ফলাফল ঘোষণার কথা রয়েছে। আর নির্বাচনী ফলাফলের ক্ষেত্রে বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বুথফেরত জরিপ।

ভোট দেওয়ার পর কেন্দ্রের সামনেই ভোটারদের সঙ্গে কথা বলার মাধ্যমে জরিপ চালানো হয়। এটাকেই বলা হয় বুথফেরত জরিপ। নির্বাচন চলার সময়ে ভারতে বুথফেরত জরিপের ফলাফল প্রকাশ নিষিদ্ধ। পুরো ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার আধা ঘণ্টা পর ফলাফল প্রকাশ করা যায়। তবে ভারতের বিগত বছরগুলোতে নির্বাচনের পর জরিপের যেসব ফলাফল প্রকাশ করা হয়েছে, তা কিছু ক্ষেত্রে মিলে গেলেও, বাস্তবের সঙ্গে সবসময় তার মিল পাওয়া যায়নি।

যদি বুথফেরত জরিপের কথাই বিশ্বাস করতে হয় তবে নরেন্দ্র মোদিই পরবর্তী সরকার গঠন করতে যাচ্ছেন। এতে কোন সন্দেহ নেই। কারণ বিভিন্ন জরিপের ফলাফলে এখন পর্যন্ত এগিয়ে আছেন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট।

২০১৯ সালের বুথফেরত জরিপের ফলাফল

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বুথফেরত জরিপে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল। বুথফেরত জরিপের পূর্বাভাসই শেষ পর্যন্ত সত্যি হয়েছিল সেবার।

গত নির্বাচনে ইন্ডিয়া টুডে-এক্সিসের বুথফেরত জরিপে দেখা গিয়েছিল, এনডিএ জোট ৩৩৯ থেকে ৩৬৫টি আসনে জিততে যাচ্ছে। এ ছাড়া নিউজ টোয়েন্টিফোর-চাণক্য ৩৫০ আসন, নিউজ এইটিন-ইপসোস ৩৩৬, টাইমস নাউ-ভিএমআর ৩০৬, ইন্ডিয়া টিভি-সিএনএক্স ৩০০, সুদর্শন নিউজ ৩০৫ আসনে বিজেপির জয়ের পূর্বাভাস দিয়েছিল। শেষ পর্যন্ত এনডিএ জোট পেয়েছিল ৩৫২টি আসন। এর মধ্যে বিজেপি জিতেছিল ৩০৩ আসনে।

গত নির্বাচনে বুথফেরত জরিপে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের আবারও পরাজয়ের পূর্বাভাস পাওয়া গিয়েছিল। শেষ পর্যন্ত হয়েছিলও তাই।

গত নির্বাচনের পর ইন্ডিয়া টুডে-এক্সিসের বুথফেরত জরিপে দেখা গিয়েছিল, ইউপিএ জোট ৭৭ থেকে ১০৮টি আসন পেতে পারে। এ ছাড়া নিউজ টোয়েন্টিফোর-চাণক্য ৯৫ আসনে, নিউজ এইটিন-ইপসোস ৮২, টাইমস নাউ ভিএমআর ১৩২, ইন্ডিয়া টিভি-সিএনএক্স ১২০, সুদর্শন নিউজ পূর্বাভাস দিয়েছিল, ইউপিএ ১২৪ আসন পাচ্ছে। তবে শেষ পর্যন্ত ইউপিএ জোট পেয়েছিল ৯১টি আসন। এর মধ্যে কংগ্রেস ৫২ আসনে জিতেছিল।

২০১৪ সালের বুথফেরত জরিপের ফলাফল

২০১৪ সালের বেশির ভাগ বুথফেরত জরিপে পূর্বাভাস পাওয়া গিয়েছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ক্ষমতায় আসছে। কিন্তু এনডিএ যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে, সেই পূর্বাভাস ছিল না।

ওই বছর ইন্ডিয়া টুডে-সিসেরোর জরিপে পূর্বাভাস দেওয়া হয়েছিল, এনডিএ জোট ২৭২ আসন পেতে যাচ্ছে। এ ছাড়া নিউজ টোয়েন্টিফোর-চাণক্য ৩৪০ আসন, সিএনএন-আইবিএন-সিএসডিএস ২৮০, টাইমস নাউ-ওআরজি ২৪৯, এবিপি নিউজ-নিয়েলসেন ২৭৪, এনডিটিভি-হানসা রিসার্চ পূর্বাভাস দিয়েছিল এনডিএ ২৭৯ আসন পাবে। প্রকৃতপক্ষে এনডিএ জোট ওই নির্বাচনে জিতেছিল ৩৩৬ আসনে। এর মধ্যে ২৮২টি আসন পেয়েছিল বিজেপি।

২০১৪ সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের বিপুলসংখ্যক আসন হারানোর পূর্বাভাসও দিতে পারেনি কোনো বুথফেরত জরিপ।

সেই নির্বাচনে ইন্ডিয়া টুডে-সিসেরোর জরিপে পূর্বাভাস দেওয়া হয়েছিল, ইউপিএ জোট ১১৫ আসন পেতে যাচ্ছে। এ ছাড়া নিউজ টোয়েন্টিফোর-চাণক্য ১০১ আসন, সিএনএন-আইবিএন-সিএসডিএস ৯৭, টাইমস নাউ-ওআরজি ১৪৮, এবিপি নিউজ-নিয়েলসেন ৯৭, এনডিটিভি-হানসা রিসার্চ পূর্বাভাস দিয়েছিল, ১০৩ আসন ইউপিএ পেতে পারে। প্রকৃতপক্ষে ইউপিএ জোট ওই নির্বাচনে জিতেছিল মাত্র ৬০টি আসনে। এর মধ্যে ৪৪টি আসন পেয়েছিল কংগ্রেস।

২০০৯ সালের বুথফেরত জরিপের ফলাফল

২০০৯ সালে বুথ ফেরত জরিপগুলো আবারও ব্যর্থ হয়েছিল। সে সময় কংগ্রেস নেতৃধানী ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) ২৬২টি আসনে জয়ী হয়েছিল যা কোন জরিপের তথ্যের সঙ্গে মেলেনি। সে সময় কোন বুথ ফেরত জরিপের ভবিষ্যতবাণীর সঙ্গে বাস্তবের ফলাফলে মিল পাওয়া যায়নি।’

২০০৪ সালের বুথফেরত জরিপের ফলাফল

২০০৪ সালের ভোটে অটলবিহারী বাজপেয়ীর সরকার গড়তে না পারাটাও বুথ ফেরত জরিপকে ভুল প্রমাণ করেছে। সে সময় ‘ইন্ডিয়া শাইনিং’-এর প্রচারের হাওয়ায় বাজপেয়ীর ফিরে আসা নিশ্চিত বলেই ভেবেছিলেন সমীক্ষাকারীরা। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল বাস্তবের ফলাফল একেবারেই ভিন্ন।

ওই বছর সব জরিপে বিজেপিকে এগিয়ে রাখা হলেও শেষ পর্যন্ত সব সমীক্ষা মিথ্যা প্রমাণিত হয় চূড়ান্ত ফলাফলে। এতে দেশটির একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে লোকসভায় জয়ী হয়ে সরকার গঠন করে কংগ্রেস।

১৯৯৮ সালের বুথফেরত জরিপের ফলাফল

তবে ১৯৯৮ সালেই শুধু এর ব্যতিক্রম ঘটেছে। সে সময় বাস্তব ফলাফলের সঙ্গে বুথ ফেরত জরিপের ফলাফলের অনেকটা মিল ছিল। ১৯৯৮ সালে ভারতের শীর্ষ নির্বাচনী জরিপ ইন্ডিয়া ট্যুডে, সিএসডিএস, ডিআরএস, আউটলুক-এসি নিয়েলসেন এবং ফ্রন্টলাইন সিএমএস-এর জরিপ অনুযায়ী, এনডিএর আসন ২১৪ থেকে ২৪৯ হওয়ার কথা বলা হয়েছিল। শেষপর্যন্ত ২৫২ আসনে জয়ী হয়েছিল এনডিএ। গত কয়েক বছরের নির্বাচনের চূড়ান্ত ফলাফল থেকে এটা পরিস্কার যে, বুথ ফেরত জরিপ অনেক ক্ষেত্রেই সঠিক ফলাফলের আভাস দিতে ব্যর্থ হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যশোর ঝিকরগাছায় ঘরের দরজা আটকে আগুন, দগ্ধ ইউপি সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছায় এক ইউপি সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ইউপি সদস্য তালিমুল ইসলাম খাঁন (৩৮) মারা গেছেন। সোমবার রাত ১২টার দিকে ঢাকা শেখ

ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১০৭

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১০৭ জনে দাঁড়িয়েছে। প্রাথমিক অবস্থায় ২৭ জনের মৃত্যুর তথ্য দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে

ফের বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য নিহত’

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এর গুলিতে বাংলাদেশ সীমান্তরক্ষী বিজিবি এর এক সদস্য নিহত হয়েছেন। যশোরের বেনাপোলের ধান্যখোলা সীমান্তে এ ঘটনা ঘটে। সোমবার, ২২ জানুয়ারি

বেলকুচিতে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পৌর মেয়রের গণসংযোগ

ভি কে জয়, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ করেছেন পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা। তিনি আওয়ামী

প্রধানমন্ত্রী সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন: রিজভী

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘রাগ করে ২০১৮ কোটা বাতিল করেছ’-প্রধানমন্ত্রীর এমন বক্তব্য প্রমাণ করে তিনি সংবিধান লঙ্ঘন করেছেন, শপথ

ড.ইউনূসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চায় ইউনেস্কো কমিশন’

ঠিকানা টিভি ডট প্রেস: জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কোর নাম ব্যবহার করে মিথ্যাচার করায় শান্তিতে নোবেল বিজয়ী ড. ইউনূস ও ইউনূস সেন্টারের বিরুদ্ধে