নিজস্ব প্রতিবেদক: জামালপুরে মেলান্দহ উপজেলায় রেললাইনে বসে মোবাইল ফোনে গেমস খেলার সময় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেছে দুই কিশোরের।
সোমবার দুপুরে জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথের রুকনাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মেলান্দহ থানার এসআই এনামুল হক সিদ্দিকি জানান।
নিহতরা হলেন-মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের রুকনাই গ্রামের শাহাবুদ্দিন মাক্কুর ছেলে শাকিল (১৯) ও একই এলাকার শাহিদুর রহমানের ছেলে মজিবর রহমান (১৮)।
তাদের মধ্যে শাকিল ইসলামপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এসআই বলেন, “রেললাইনে বসে দুই বন্ধু মোবাইল ফোনে গেমস খেলছিল। এ সময় জামালপুর থেকে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
গেমস খেলার সময় কানে হেডফোন থাকায় কারণে তারা ট্রেনের শব্দ শোনেনি বলে স্থানীয়রা আমাদের জানিয়েছে।’
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে মোবাইলে গেমস খেলার আলামত পেয়েছেন বলে জানান এনামুল।
জামালপুর রেলওয়ে থানার ওসি গুলজার হোসেন জানান, খবর পেয় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’