আপনার জানার ও বিনোদনের ঠিকানা

রেলপথে পণ্য আমদানিতে ধস, অর্ধেকে নেমেছে রাজস্ব

ভারত থেকে  বাংলাদেশে পণ্য আমদারেলপথেনি হ্রাস পেয়েছে। ডলার সংকটের কারণে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে আমদানি এবং রাজস্ব আয় অর্ধেকে নেমেছে। কয়েক মাস আগেও এই রেলপথে মালবাহী ওয়াগনে করে প্রতিদিন চাল, ভুট্টা, গম, পাথর, পেঁয়াজ, ছাই ও ক্লেসহ বিভিন্ন পণ্য আমদানি হতো। কিন্তু এখন তা অনেকটাই কমে গেছে। ডলার সংকট নিরসন না হওয়া পর্যন্ত এ অবস্থার উন্নতি হবে না বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা।

সরেজমিনে দেখা যায়, আমদানি কমে যাওয়ায় দর্শনা স্টেশনের রেল ইয়ার্ডের আগের সেই কর্মব্যস্ততা আর নেই। মালবাহী ওয়াগন কম আসায় শ্রমিকরা অলস সময় পার করছেন। ভাড়া না থাকায় ট্রাকচালক ও হেলপাররা শুয়ে-বসে সময় কাটাচ্ছেন। এ অবস্থায় তাদের সংসার চালানোই দায় হয়ে পড়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, চলতি (২০২২-২৩) অর্থবছরে দর্শনা রেলপথ দিয়ে ভারত থেকে পণ্য আমদানি হয়েছে গত অর্থবছরের অর্ধেক। গত জুলাই থেকে এপ্রিল পর্যন্ত ৪২৭ রেকে (মালবাহী ট্রেন) ১৭ হাজার ৭৩৬ ওয়াগন পণ্য আমদানি হয়েছে। এতে আয় হয়েছে ৪৬ কোটি ৮৩ লাখ টাকা।

এর মধ্যে জুলাই মাসে ৫৭ রেকে ২ হাজার ৩৭৮ ওয়াগনে ১ লাখ ৪১ হাজার ২৪৩ মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে। রাজস্ব আয় হয়েছে ৬ কোটি ২৯ লাখ ৭৭ হাজার ৬৮০ টাকা। আগস্টে ৬২ রেকে ২ হাজার ৫৫৮ ওয়াগনে ১ লাখ ৫১ হাজার ৮৭৪ মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে। রাজস্ব আয় হয়েছে ৭ কোটি ২৪ লাখ ৮২ হাজার ২১৪ টাকা। সেপ্টেম্বর মাসে ৫৫ রেকে ২ হাজার ২৮৯ ওয়াগনে ১ লাখ ৩৬ হাজার ৪১ মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে। রাজস্ব আয় হয়েছে ৭ কোটি ২৪ লাখ ৫০ হাজার ৪৬ টাকা।

অক্টোবরে ৪১ রেকে ১ হাজার ৭৩৬ ওয়াগনে ১ লাখ ৩ হাজার ৯৪ মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে। রাজস্ব আয় হয়েছে ৫ কোটি ৩৪ লাখ ৬৬ হাজার ২৬৫ টাকা। নভেম্বর মাসে ৩৬ রেকে ১ হাজার ৫০১ ওয়াগনে ৮৮ হাজার ৯৫২ মেট্রিক টন পণ্য আমমানি হয়েছে। রাজস্ব আয় হয়েছে ৪ কোটি ৭০ লাখ ৬ হাজার ৬৩৩ টাকা। ডিসেম্বরে ৪২ রেকে ১ হাজার ৭৭৮ ওয়াগনে ১ লাখ ৫ হাজার ৭৫৫ মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে। রাজস্ব আয় হয়েছে ৪ কোটি ৯ লাখ ৮৩ হাজার টাকা।

জানুয়ারি মাসে ৩৭ রেকে ১ হাজার ৫৫৭ ওয়াগনে ৯০ হাজার ৬৮৩ মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে। রাজস্ব আয় হয়েছে ৪ কোটি ২৩ লাখ ৭৮ হাজার ৭৬২ টাকা। ফেব্রুয়ারিতে ৩৪ রেকে ১ হাজার ৪৫৯ ওয়াগনে ৮৬ হাজার ৫২৩ মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে। রাজস্ব আয় হয়েছে ৩ কোটি ৯৪ লাখ ১৪ হাজার ৪৯১ টাকা। মার্চে ২৯ রেকে ১ হাজার ২৪৮ ওয়াগনে ৭৩ হাজার ৯১০ মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে। রাজস্ব আয় হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ৩২ হাজার ৯২১ টাকা। এপ্রিলে ৩৪ রেকে ১ হাজার ২৩২ ওয়াগনে ৮৪ হাজার ৯০৮ মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে। রাজস্ব আয় হয়েছে ৩ কোটি ৯২ লাখ ৭৩ হাজার ৭২৮ টাকা।

এর আগের ২০২১-২২ অর্থবছরে মোট ৭০৯টি রেকে ৩২ হাজার ৪৭৪ ওয়াগন পণ্য আমদানি হয়েছে। তখন আয় হয়েছিল ৮৪ কোটি ৬৬ লাখ টাকা।

দর্শনা রেলকলোনির বাসিন্দা বন্দরের আনলোডের কাজ করা শ্রমিক বিপ্লব আলী বলেন, এই বন্দরের আনলোড পয়েন্টে আগের মতো মাল আসে না। আমদানি কম হওয়ায় আমাদের কাজও কম। এখন সংসার চালানোই দায় হয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই খবরও একই রকমের

দুই মার্কিন তরুণীকে নিয়ে নাচলেন জায়েদ খান

বাংলাদেশি বংশোদ্ভূত দুই মার্কিন তরুণীকে নিয়ে মঞ্চ মাতালেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়ক জায়েদ খান। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দুই তরুণীকে নিয়ে নাচতে দেখা গেছে

সিরাজগঞ্জ যমুনার চরের একমাত্র স্কুলটি পুড়ে ছাই

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জে যমুনার চরে গড়ে ওঠা একমাত্র নিম্নমাধ্যমিক বিদ্যালয়টি আগুনে পুড়ে ছাই হয়েছে। এতে বিপাকে পড়েছে চরাঞ্চলের শিক্ষার্থীরা। সোমবার (২৪ জুলাই) বিকালে

মসজিদে মাইক ব্যবহারের অনুমতি দিল না আদালত

ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশের এলাহাবাদ হাইকোর্ট লাউডস্পিকারে আজান দেয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। আদালতের নির্দেশনায় বলা হয়েছে, মসজিদে কেবলমাত্র একজন মুয়াজ্জিন খালি গলায় আজান দিতে

রাশিয়া থেকে এক লাখ ৮০ হাজার টন সার কিনবে সরকার

আগামী ২০২৩-২৪ অর্থবছরে রাশিয়া থেকে এক লাখ ৮০ হাজার টন এমওপি সার কিনবে সরকার। এরই মধ্যে এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে। বৃহস্পতিবার রাশিয়ার রাজধানী মস্কোতে

ছোট বোনকে সঙ্গে নিয়ে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী

পদ্মা সেতুর রেলপথ উদ্বোধন ও ফরিদপুরের ভাঙ্গায় আয়োজিত জনসভা শেষে ব্যক্তিগত সফরে নিজ জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ছোট বোন শেখ

আত্মসম্মান-ব্যক্তিত্ব মেয়েদের সেরা সৌন্দর্য: বুবলী

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বুবলী। গত ঈদে তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। একটির নাম ‘লিডার: আমিই বাংলাদেশ’। এতে বুবলীর নায়ক শাকিব খান। অন্যটি ‘লোকাল’।