বাংলা পোর্টাল: রাষ্ট্রীয় মালিকানাধীন চারটিসহ মোট নয়টি ব্যাংক রেড জোনে আছে। এতে ব্যাংকগুলোর ভঙ্গুর আর্থিক দশা সামনে এসেছে। এছাড়া ইয়েলো জোনে ২৯টি ব্যাংক এবং গ্রিন জোনে রয়েছে ১৬টি ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংকস হেলথ ইনডেক্স (বিএইচআই’) অ্যান্ড হিট ম্যাপ’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
এতে বলা হয়, রেড জোনে রয়েছে নয়টি ব্যাংক। সেগুলো হলো- বাংলাদেশ কমার্স ব্যাংক, পদ্মা ব্যাংক, বেসিক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, ন্যাশনাল ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক ও এবি ব্যাংক’।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে জানানো হয়, ইয়েলো জোনে রয়েছে ২৯টি ব্যাংক। অর্থাৎ সেগুলোর পারফরম্যান্স মাঝারি পর্যায়ের। আর গ্রিন জোনে আছে ১৬টি ব্যাংক। এর মানে এগুলোর কার্য সম্পাদন সন্তোষজনক।
তাতে উল্লেখ করা হয়, দেশের ব্যাংকিং খাতের অর্ধবার্ষিক পারফরম্যান্সের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি বিভাগ।’