নিজস্ব প্রতিবেদক: বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার এলিফেন্ট রোডের বাসায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় বেলকুনিতে ইট পাটকেল ছুঁড়ে অকথ্য ভাষায় তাকে গালাগালের অভিযোগ তোলেন তিনি।
শনিবার (৩ আগস্ট) রাত ১১টার দিকে ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে এমন আওয়ামী লীগের ওপর অভিযোগ করেন বিএনপির এই নেত্রী। এসময় তিনি বলেন, দুর্বৃত্তরা আমার বাসার বেলকুনিতে ইট পাটকেল ছোঁড়ে এবং আমায় অকথ্য ভাষায় গালাগাল করে নিচে নামতে বলে।
লাইভে রুমিন বলেন, একদল ছেলে রাস্তায় এসে আমাকে গালাগাল করে। আমার জানালার কাঁচ ভাঙচুর করেছে। এখনও তারা রাস্তায় অবস্থান করে গালাগাল করেই যাচ্ছে।’
https://www.facebook.com/share/v/bBPVuuGU7aBpbeqT/?mibextid=xfxF2i