ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল সংস্থা মেটা প্ল্যাটফর্ম ঘোষণা করেছে যে, এটি রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়াকে বিশ্বের যেকোনো জায়গায় তার প্ল্যাটফর্মগুলোতে বিজ্ঞাপন প্রচারে বাধা দেবে।
গতকাল শুক্রবার মেটা কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রকশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে ফেসবুকের নিরাপত্তা নীতির প্রধান নাথানিয়েল গ্লিচার টুইটার বার্তায় বলেন, আমরা রাশিয়ান রাষ্ট্রীয় মিডিয়াতে লেবেল প্রয়োগ করা চালিয়ে যাচ্ছি। এই পরিবর্তনগুলো ইতিমধ্যেই কার্যকর হয়েছে এবং সপ্তাহান্তে তা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, আমরা এখন রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়াকে বিশ্বের যে কোনো জায়গায় আমাদের প্ল্যাটফর্মে বিজ্ঞাপন চালানো বা মনেটাইজেশন নিষিদ্ধ করছি।