
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবে বিশ্বময়” এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারী) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ২দিন ব্যাপী মেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির।
এ সময় বিশেষ অতিথি হিসেবে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা বিএডিসির সহকারী প্রকৌশলী আনন্দ চন্দ্র বর্মণ, উপজেলা সহকারী প্রোগ্রাম অফিসার মহায়মেনু, উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মেহেদী হাসান, প্রেসক্লাবের আহবায়ক আবুল কালাম বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।#