সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে মহাসড়কের সীমানা প্রাচীর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে ছাত্র জনতা,
ব্যবসায়ী ও অধিবাসীবৃন্দরা শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে প্রায় ঘন্টাব্যাপী উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ঢাকা-বগুড়া মহাসড়কের সিকদার পেট্রোল পাম্প সংলগ্ন ভুক্তভোগী ছাত্র জনতা, ব্যবসায়ী ও অধিবাসীরা এ মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আরিফুল ইসলাম আরিফ, ফাহিম আহমেদ, সাইয়্যেদা ইসলাম সামা, স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বাদশা সিরাজী, মটর শ্রমিক আব্দুল্লাহ, চাতাল ব্যবসায়ী ওমর ফরুক পান্না, মেসার্স সিকদার ফিলিং স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল ইসলাম সিকদার, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রাজু আহমেদ, স্থানীয় ঈমাম মো. আবু রায়হান, আসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ঢাকা-রংপুর ৪ লেন প্রকল্পের আওতায় চান্দাইকোনা ইউনিয়নে অবৈধভাবে সীমানাপ্রচীর নির্মাণ করা হচ্ছে। চান্দাইকোনা একটি বৃহত্তর বাণিজ্যিক এলাকা, যেখানে গড়ে উঠেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা, খাদ্য গুদামসহ ছোট বড় অসংখ্য ব্যবসায়ীক প্রতিষ্ঠান। সর্বসাধারণের নিত্যপ্রয়োজনীয় কাজে তাদের বের হতে নানা দূর্যোগের স্বীকার হতে হচ্ছে। অবৈধভাবে নির্মাণাধীন সীমানা প্রাচীর বন্ধ করা না হলে এক দফা আন্দোলন গড়ে তোলা হবে।
সরেজমিন পরিদর্শন পূর্বক রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, আপনাদের এই যৌক্তিক দাবির বিষয়ে উদ্ধৃতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। এবং জনকল্যাণে এই প্রাচীর নির্মাণ বন্ধ করা হবে।