রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবির) স্মার্ট ফ্যামিলি কার্ড ও পন্য বিতরণ করা হয়েছে। বুধবার সকালে ধামাইনগর ইউনিয়ন পরিষদে আনুষ্ঠানিক ভাবে স্মার্টকার্ড ও পন্য বিতরণের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো.রোজিন পলাশ, ট্যাগ অফিসার আব্দুল হালিম, হিসাব সহকারী পবন কুমার, উপজেলা বিএনপি’র সহ সভাপতি ইমতিয়াজ খোকন, সকল ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরা সহ আরো অনেকে।
এ সময় ইউপি সচিব রোজিন পলাশ বলেন, এই ইউনিয়নে টিসিবির ফ্যামিলি কার্ড কে স্মার্ট কার্ডে রূপান্তরিত করায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। সেই সাথে অসামঞ্জস্যতা দূর হবে বলে মনে করেন তিনি।