রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে দুলাল নামে এক সংখ্যালঘুর সিএনজিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সলঙ্গা থানার মোড়দিয়া দক্ষিণপাড়া গ্রামে রবিবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। সিএনজি চালক দুলাল জানান, প্রতিদিনের মত সিএনজি চালানো শেষে গাড়ীটি ঘরের পাশে টিনের চালার নিচে রেখে ঘুমাতে যাই। পরে রাত আনুমানিক ২টার দিকে পোড়ার গন্ধ শুনে জাগা পাই। সাথে সাথে মটরের পানির মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভানোর আগেই গাড়ীটির অধিকাংশ পুড়ে যায়। সিএনজি চালক দুলাল কুমার শর্মা মোড়দিয়া গ্রামের নন্দলাল শর্মার ছেলে।
এ ব্যাপারে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান, মৌখিক ভাবে জানানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।