
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে অবাদে চলছে ফুলজোর নদীর তীর থেকে অবৈধ ভাবে বালি বিক্রির মহা উৎসব। জানা যায়, পৌর এলাকার ধানগড়া প্রামাণিক পাড়া ফুলজোর নদীর তীর থেকে দীর্ঘ দিন ধরে বালি বিক্রি করে আসছিল স্থানীয় পৌর কমিশনার উজ্জ্বল মাহমুদ। বুধবার বেলা ১১ টার দিকে সরজমিনে গিয়ে দেখাযায়, নদীর পাড় থেকে লাখ লাখ টাকার মাটি ও বালি নিয়মিত বিক্রির করে আসছিল স্থানীয় পৌর কমিশনার। তাদের সাথে কথা বললে, তারা প্রতিবেদক কে বলেন জায়গায় গুলো নদীর নয় আমাদের নিজেদের তাই আমরা মাটি ও বালি বিক্রি করে আসছি।
বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খানকে অবগত করলে তিনি বলেন, বিষয়টি আমি অবগত নই। অতিদ্রুত বালি বিক্রি বন্ধ করার জন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।