রায়গঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে জামায়াতে ইসলামী পাঙ্গাসী ইউনিয়ন শাখার উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ মাগরিব সংগঠনটির ইউনিয়ন কার্যালয়ে জামায়াতের পাঙ্গাসী ইউনিয়ন শাখার সেক্রেটারি আবু বক্কার সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা শাখার অফিস ও বায়তুল মাল সেক্রেটারি ডাঃ এস এম মুনসুর আলী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ শহর কর্মপরিষদ সদস্য হাফেজ মুফতি আলী আজগর রশিদী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঙ্গাসী ইউনিয়ন বায়তুল মাল সেক্রেটারি মুফতি শরিফুল ইসলাম, ইউনিয়ন অফিস সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম, আইয়ুব আলী, মাওলানা ইয়াছিন আলী ও আবু তালহা মহুরী সহ শতাধিক মুক্তিকামী জনতা বৃন্দ।