রায়গঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দাইকোনা ইউনিয়ন শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুৃমা উপজেলার দাথিয়া দিগর মধ্যে পাড়া জামে মসজিদ প্রঙ্গণে জামায়াতে ইসলাম চান্দাইকোনা ইউনিয়ন সভাপতি ডা: মো: জাকারিয়া হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মো: সাইদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবিএম আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা মো: আবুল কালাম বিশ্বাস, সেক্রেটারি খোরশেদ আলম।
এ সময় বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ছাত্ররা দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে। সবাইকে একত্রিত হয়ে দেশের জন্য কাজ করে যেতে হবে। শেখ হাসিনার পতন কোনো দলের একার বিজয় নয়, এটা ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়। শেখ হাসিনার পালানোর খবরে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে।
দেলাওয়ার হোসাইন সাইদীকে হত্যা করা হয়েছে দাবি করে বক্তারা বলেন, ফাঁসি দিতে না পেরে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদীকে চিকিৎসার নাম করে হাসপাতালে নিয়ে হত্যা করা হয়েছে। দেলাওয়ার হোসাইন সাইদীর হত্যাকারীদের বিচার করতে হবে। অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।
এছাড়াও উপজেলা ও চান্দাইকোনা ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের জামায়াতে ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।