মোঃ মাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ির রামগড় পৌরসভার সদর বাজার এলাকা থেকে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা সহ মো.ইয়াছিন (৩২) কে আটক করেছে রামগড় থানা পুলিশ।
আটককৃত মো.ইয়াছিন, ফেনির ছাগলনাইয়া উপজেলার জগন্নাথ সোনাপুর এলাকার বাসিন্দা কুদ্দুস মিয়ার ছেলে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার ওসি দেব প্রিয় দাসের তত্ত্বাবধানে, এসআই সেন্টু চন্দ্র দাস সহ সংঙ্গীয় পুলিশ ফোর্সের থানা এলাকায় জরুরী দায়িত্বরত অবস্থায় বিশেষ অভিযানে মোঃ ইয়াছিন কে আটক করা হয়।
রামগড় থানার এসআই সেন্টু চন্দ্র দাস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাত ০১,১৫ মিনিটে রামগড় বাজারের কাউছার ক্রোকারিজ দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে মো.ইয়াছিন কে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ১হাজার ১শ৫০ টাকা সহ আটক করা হয়।
রামগড় থানার অফিসার ইনচার্জ(ওসি)দেব প্রিয় দাস জানান,আসামীর বিরুদ্ধে রামগড় থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।