রাজারবাগে লাশের সারি, পালাচ্ছেন পুলিশ সদস্যরা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মূল ব্যারাক রাজারবাগ পুলিশ লাইনসে আসতে শুরু করেছে বিভিন্ন থানায় বিক্ষুব্ধ জনতার হাতে নিহত পুলিশ সদস্যদের লাশ। লাশের গন্ধে ভারী হয়ে উঠেছে পুরো ব্যারাক। ডিএমপির বিভিন্ন থানায় অর্ধশতাধিক পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে ধারণা করছেন পুলিশ সদস্যরা। যদিও এ সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। এমন পরিস্থিতিতে পুলিশ সদস্যরা কর্মবিরতি ঘোষণা করেছেন। কেউ কেউ পুরো বাহিনীর সংস্কার দাবি করেছেন।

এ পরিস্থিতিতে হামলার শঙ্কায় ব্যারাকে থাকা পুলিশ সদস্যরা যে যার মত পালাতে শুরু করেছেন। তবে ডিএমপির সিনিয়র পুলিশ কর্মকর্তারা অনুপস্থিত রয়েছেন।

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে পালাতে থাকা একাধিক পুলিশ সদস্য এসব তথ্য জানিয়েছেন।

তারা জানান, রাজারবাগ পুলিশ লাইনসে এখন পর্যন্ত যাত্রবাড়ী থানায় নিহত ৮ জন পুলিশ সদস্যের লাশ এসে পৌঁছে দিয়েছেন সাধারণ ছাত্র-জনতা। অন্যান্য থানায় নিহতদের লাশও আসছে বলে শোনা যাচ্ছে। শুধু রাজধানীর বিভিন্ন থানায় অর্ধশতাধিক পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে।

এদিকে গতকাল সোমবার (৫ আগস্ট’) রাতে ব্যারাকে হামলা হয়েছে বলে দাবি করেন পালাতে থাকা পুলিশ সদস্যরা। তাদের দাবি, এতদিন ধরে নির্যাতিত বিএনপি ও জামায়াতের কর্মীরা পুঞ্জিভূত ক্ষোভ থেকে হামলা চালান। তারা ফের হামলা চালাতে পারেন ধারণায় পুলিশ সদস্যরা পালাচ্ছেন। তবে সিনিয়র পুলিশ সদস্যরা গতকাল সোমবার থেকে অনুপস্থিত আছেন। এমন পরিস্থিতিতে সব পুলিশ সদস্যরা কর্মবিরতি ঘোষণা করেছেন।

এক পুলিশ সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, পুলিশ বাহিনীকে বিতর্কিত করে ফেলা হয়েছে গত এক দশকে। তাই এ বাহিনীর সংস্কার ছাড়া আর কোন উপায় নেই। রাষ্ট্রীয় বাহিনী হলেও পুলিশকে জনগণ সদ্য ক্ষমতাচ্যুত সরকারের ক্যাডার হিসেবে বিবেচনা করছেন। তাই এ বাহিনীর সঙ্গে সম্পৃক্ত কেউ বর্তমানে নিরাপদ নয়। তাই বাড়ি চলে যাচ্ছি।’

তিনি আরও বলেন, প্রয়োজনে কৃষি কাজ করবো, তবু বাহিনী সংস্কার হওয়ার আগে ফিরবো না।’

এদিকে গতকাল সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে পালানোর পর থেকেই রাজারবাগ পুলিশ লাইনসে নিযুক্ত ডিএমপির অনেক সিনিয়র পুলিশ কর্মকর্তাদের রহস্যজনক অনুপস্থিত আছেন। ফলে সাধারণ পুলিশ সদস্যদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। গতকাল সোমবার দপুরে রাজারবাগ পুলিশ লাইনের ভেতর থেকে ‘সিনিয়র অফিসাররা নাই কেন, সিনিয়ররা কই গেলো, সুবিধাবাদীরা গেল কই, আমার পুলিশ মরলো কেন’এসব প্রশ্ন তুলে স্লোগান দিতে শোনা গেছে।

এসব বিষয়ে মন্তব্য জানতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। তারা মুঠোফোনটি বন্ধ আছে বলে দেখা গেছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

অনলাইন ডেস্ক: রাজধানী ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ও মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার দুপুর সোয়া ১২টার পর এ ভূকম্পন অনুভূত হয়। তবে

আপিলের রায়ে ন্যায়বিচার করেছে আদালত: রিজভী

নিজস্ব প্রতিবেদক: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায়ে যথার্থ বিচার হয়েছে, ন্যায়বিচায় করেছে আদালত- এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

নারী সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন করার নির্দেশনা বাতিল

অনলাইন ডেস্ক: নারী সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন করার নির্দেশনা আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে সরকার। আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ

শিক্ষার্থীদের দাবি শুনতে সরকারের দরজা খোলা: উপদেষ্টা মাহফুজ

নিজস্ব প্রতিবেদক: সাত কলেজ, স্বতন্ত্র কলেজসহ নানা দাবিতে সম্প্রতি শিক্ষার্থীরা দফায় দফায় সড়কে নেমেছেন। তবে তাদের সব দাবি নিয়মমাফিকভাবে জানানোর আহ্বান জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম।

এই পোস্ট দেওয়ার পর আমি মারা গেলে মানুষ জানুক কেন মারা গিয়েছি: হাসনাত আবদুল্লাহ

অনলাইন ডেস্ক:আওয়ামী লীগের ফিরে আসায় সমঝতা করতে ছাত্র নেতাদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির

ফ্যাসিবাদের মোটিফে আগুন দেন ছাত্রলীগ কর্মী রবিউল: ঢাবি প্রক্টর

অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য তৈরি দু’টি ‘মোটিফে’ আগুন দেওয়ার ঘটনায়