রাজশাহী কলেজে সাহিত্য ভাবনায় জুলাই বিপ্লব ও দ্রোহের কবিতা পাঠ অনুষ্ঠিত 

তানজিলা আক্তার রাজশাহী প্রতিনিধি: পরিচয় সংস্কৃতি সংসদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী কলেজের যৌথ আয়োজনে সাহিত্য ভাবনায় জুলাই বিপ্লব ও দ্রোহের কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১০ টায় রাজশাহী কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মো: ইব্রাহিম আলী।

সভাপতি প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ এর নেতৃত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জুলাই বিপ্লবে শহীদ রাজশাহী কলেজ হিসাববিজ্ঞান বিভাগের মাস্টার্স এর প্রান্তন শিক্ষার্থী আলী রায়হানের বাবা জবাব মোঃ মুসলিমউদ্দিন, কথাশিল্পী ড. নাজিব ওয়াদুদ, কবি সায়ীদ আবুবকর, প্রফেসর ড. শিখা সরকার।

অনুষ্ঠানে সভাপতি প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ এর নেতৃত্বে ড. ফজলুল হক তুহিন এর সঞ্চালনায় অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন জুলাই বিপ্লবে শহীদ আলী রায়হানের পিতা জনাব মোঃ মুসলিমউদ্দিন।

অনুষ্ঠানের প্রধান অতিথি কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী বলেন,জুলাই বিপ্লবে শহীদ, আহতসহ যাদের ত্যাগের বিনিময়ে আজকে স্বাধীনতা অর্জিত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আজকের এই আলোচনা বিষয়বস্তু অনেক গুরুত্বপূর্ণ। ইতিহাস চর্চায় এটির অনিবার্যতা অনসিকার্য। পৃথিবীতে যুগে যুগে যত মনীষী এসেছেন তারা বিভিন্ন স্বার্থানেষী মহলের দ্বারা নিহত হয়েছেন বা নানা নির্যাতনের শিকার হয়েছেন। সে সকল কবি সাহিত্যিক, চিন্তাবিদ, সাংস্কৃতিক, মানবতাবাদী, ধর্মীয় অনুশাসনে বিশ্বাসী ব্যক্তিরা সমাজের কুসংস্কার, অন্ধকার দূর করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে এ পৃথিবীতে নানা ষড়যন্ত্র হয়েছে অনেকে হত্যার শিকার হয়েছেন আর ইতিহাস আমরা জানি।

কলেজ অধ্যক্ষ বলেন, আজকের এই বিষয়টি স্বাধীনতা চর্চার ক্ষেত্রে আমরা যে বিপ্লবের মাধ্যমিক অর্জিত স্বাধীনতা পেয়েছি এটা যেন দীর্ঘস্থায়ী হয়, চিরজীবী হয় এর মাধ্যমে যেন বিচার প্রতিষ্ঠা হয়। সর্বোপরি আজকের এই আয়োজনের উদ্দেশ্য বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা, ন্যায়বিচার প্রতিষ্ঠা সকল নির্যাতন থেকে নিজেকে বিরত রাখা। সর্বোপরি শিক্ষা ক্ষেত্রে যেন উন্নত শিক্ষা ব্যবস্থা প্রচলিত হয় যার মাধ্যমিক আমাদের ছাত্র সমাজ বিশ্বের দরবারে তাদের অবস্থান তুলে ধরতে পারে।

বিশেষ অতিথির বক্তব্যে কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মো: ইব্রাহিম আলী বলেন, সকল শহীদ, জুলাই বিপ্লবে আহতসহ যাদের ত্যাগের বিনিময়ে আজকে স্বাধীনতা অর্জিত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই। নজরুল ইসলামের কবিতা, গান ভাষা আন্দোলন থেকে শুরু করে সকল ক্ষেত্রে আমাদের উজ্জীবিত করে গেছে সব সময়। বিপ্লব হয়েছে পরিবর্তন হয়েছে কোন কিছু স্থায়ী হতে গেলে অনেক ধৈর্যের প্রয়োজন, ত্যাগের প্রয়োজন, পরমাতসহিষ্ণুতা প্রয়োজন। তাই শিক্ষার্থীদের প্রতি আহ্বান আমরা যেন পরমত সহিষ্ণু হয়,গণতান্ত্রিক হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দায়িত্ব নিলেন নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

নিজস্ব প্রতিবেদক: নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি সদ্য বিদায়ী সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন। এর আগে গত মঙ্গলবার

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাক্ষাৎ

ঠিকানা টিভি ডট প্রেস: জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে (এমএসসি’) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কনফারেন্স ভেন্যু

মুম্বাইয়ে ভয়াবহ ধূলিঝড়ে ৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: মুম্বাইয়ের ধূলিঝড়ে ভেঙে পড়েছে বিশালাকৃতির একটি বিলবোর্ড। সোমবার সন্ধ্যার দিকে ঘাটকোপারে এক জ্বালানি স্টেশনে বিলবোর্ডটি ভেঙে পড়ে। এতে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে।

সময় টিভির মালিকানা নিয়ে এবার উচ্চ আদালতে রিট

নিজস্ব প্রতিবেদক: সময় টিভির এমডি ও সিইও পদ থেকে আহমেদ জোবায়েরকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে’। বুধবার (১৪ আগস্ট’) হাইকোর্টের সংশ্লিষ্ট

মালয়েশিয়ায় আটক হলেন ২৫২ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক  মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের দক্ষিণ-পূর্বাঞ্চলের চেরাস এলাকায় অভিযান চালিয়ে ২৫২ বাংলাদেশিকে আটক করা হয়েছে। অবৈধভাবে অবস্থান ও রেসিডেন্ট পারমিটের অপব্যবহারের অভিযোগে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের

তেলিখালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর সাধারণ সম্পাদক ইকবাল 

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ভান্ডারিয়া উপজেলা শাখার তেলিখালী ইউনিয়ন শ্রমিক দলের কমিটি ঘোষণা করা হয়েছে। জাহাঙ্গীর হোসেন কে সভাপতি, ইকবাল হোসেন তালুকদার কে