তানজিলা আক্তার রাজশাহী, প্রতিনিধি: রাজশাহীতে সকল প্রকার যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিরোধ, সুরক্ষা এবং রেফারেল পরিষেবা ও কর্মপরিকল্পনা প্রনয়ণ বিষয়ক ২ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় মহানগরীর একটি রেস্তোরাঁয় আইন ও সালিশ কেন্দ্রের অগ্নি প্রকল্পের আওতায় এ
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা থেকে আগত ১৮ জন সূশীল সমাজের প্রতিনিধিগণ অংশগ্রহন করেন।
প্রশিক্ষণে বেসরকারী উন্নয়ন সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের জেলা ব্যবস্থাপক হাসিবুল হাসান বলেন, নারী ও শিশু নির্যাতন এবং পারিবারিক নির্যাতন এখন প্রতিনিয়ত ঘটছে। আমরা এ প্রশিক্ষণের মাধ্যমে তা সনাক্ত ও এর ধরনগুলো সনাক্ত করতে চাই। প্রশিক্ষণে বিভিন্ন প্রকার যৌন হয়রানী সর্ম্পকে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও জেন্ডার ও সেক্স সর্ম্পকে বিস্তারিত আলোচনা ও রাজশাহী জেলার বিদ্যমান আইনগত, চিকিৎসা সংক্রান্ত, আশ্রয় ও মনো সামাজিক পরিষেবাগুলো সনাক্ত করা হয় এবং সেবাসমূহের তালিকা উপস্থাপন করা হয়। আগামী এক বছবের কর্মপরিকল্পনাও তৈরী করা হয় এ প্রশিক্ষণে।
এসময় আইন ও সালিশ কেন্দ্রের ডাটা ম্যানেজমেন্ট কনসালটেন্ট সাব্বির ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাজশাহী জেলার ৯টি উপজেলায় আইন ও সালিশ কেন্দ্রের অগ্নি প্রকল্পের আওতায় মোট ১৮০ জন সূশীল সমাজের প্রতিনিধি সেচ্ছাসেবী হিসেবে কাজ করে যাচ্ছে।
আইন ও সালিশ কেন্দ্রের কর্মকর্তারা জানান মূলত নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বিভিন্ন কর্মসূচী পালন করা অগ্নি প্রকল্পের কাজ। এ কাজে সূশীল সমাজের প্রতিনিধিদের সম্পক্ত হওয়া সামাজিক দায়বদ্ধতা। অগ্নি প্রকল্প নিয়ে ব্রাক এর সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করছে আইন ও সালিশ কেন্দ্র। অর্থ সহায়তায় ইউরোপীয় ইউনিয়ন।এ প্রকল্পের কার্যক্রম রাজশাহী ও গাজীপুর জেলায় পরিচালিত হচ্ছে।