তানজিলা আক্তার রাজশাহী, প্রতিনিধি: রাজশাহী, ১৭ এপ্রিল ২০২৪ রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে সকালে মহানগরীর কুমারপাড়াস্থ আওয়ামী লীগ কার্যালয়ের স্বাধীনতা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মহানগর আওয়ামী লীগসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পরে মহানগরীর কাদিরগঞ্জস্থ জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনজাত এবং এক মিনিট নিরাবতা পালন করা হয়।
তানজিলা আক্তার
রাজশাহী, প্রতিনিধ