মইনুল হক মৃধা, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশায় পিতার লাঠির আঘাতে মেয়ে পাখিলা খাতুনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের তেলেগাতি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে বুধবার রাতে মেয়ে পাখিলা পাখিকে একটি লাঠি দিয়ে আঘাত করে তার পিতা কালন মিয়া। এ সময় পাখি অসুস্থ্য হয়ে পরলে তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষনা করেন।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি স্বপন কুমার মজুমদার বলেন, পারিবারিক কলহ নিয়ে মেয়েকে তার পিতা মারধর করেছে। এরপর তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। মরদেহের মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের জন্য রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান আছে।