ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের সভাপতি সমীর চন্দকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (৪ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে তাকে রাজধানীর বাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপ-কমিশনার (ডিসি)। মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, সমীর চন্দের বিরুদ্ধে রাজধানীর একাধিক থানায় মামলায় রয়েছে।
২০১৯ সালে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে সভাপতি নির্বাচিত হন সমীর চন্দ।’