আপনার জানার ও বিনোদনের ঠিকানা

রাজধানীতে ‘ভ্রাম্যমাণ পীর’র,তাদের প্রধান টার্গেট ভোরবেলা হাটতে বের হওয়া নারীরা।

নিজস্ব প্রতিনিধি

রাজধানীতে ‘ভ্রাম্যমাণ পীর’র দেখা মিলেছে। তাদের প্রধান টার্গেট ভোরবেলা হাটতে বের হওয়া নারীরা। এ ছাড়া রাস্তায় যার সঙ্গে দেখা হচ্ছে হাত মেলানোর পাশাপাশি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন কেউ কেউ। ছয় থেকে সাতজনের এ পার্টিতে থাকেন একজন মুরব্বি। যাকে পীর সাজানো হয়। কথিত এই পীরকে ঘিরে গুণগান করতে থাকে বাকিরা। এ ফাঁকে টার্গেট খুঁজতে থাকেন অন্যরা’।
পথচারী কেউ এগিয়ে এলে তাকে বোঝানো হয় পীরের পারদর্শিতা। এভাবে নানা ফন্দি-ফিকির করে হাতিয়ে নেওয়া হয় নগদ টাকাসহ মূল্যবান সামগ্রী। চক্রটির সন্ধানে মাঠে নেমেছেন গোয়েন্দারা।
রাজধানীর রামপুরায় গত ২২ জুলাই, সকাল সাড়ে ছয়টা। বোরকাপরা এক মহিলার মাথায় হাত বুলিয়ে দেন ওই পীর। পাশের দুটি লোক জানান, এ মুরব্বি অত্যন্ত পরহেজগার, কামেল লোক। যে কোনো সমস্যা তিনি সমাধান করতে পারেন।,
পাঁচ থেকে দশ মিনিট আলাপচারিতার পর ওই নারী বাসায় গিয়ে এক লাখ ১৮ হাজার টাকা এবং কানের এক জোড়া স্বর্ণের দুল এনে মুরব্বির হাতে তুলে দেন। পেছনে না তাকিয়ে ৩০ কদম হেঁটে বাড়ি ফেরার নির্দেশ দিয়ে কথিত কামেল লাপাত্তা। বাড়িতে গিয়ে ওই নারী বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন।,
থানায় মামলা করার পর তিনি অভিযোগ নিয়ে আসেন গোয়েন্দা কার্যালয়ে। বিষয়টি নিয়ে ভুক্তভোগী ওই নারীর সঙ্গে হলে তিনি জানান, রাস্তায় হাঁটার সময় সেদিন ওই পীরের সাথে তার দেখা হয়। সেখানে ওই পীর তার ঈমান পরীক্ষা করার কথা বলেন। বিষয়টি কারো কাছে বললে তার সন্তানদের ক্ষতি হবে বলেও জানানো হয়। এরপরই ওই নারী বাসায় গিয়ে এক লাখ ১৮ হাজার টাকা এবং কানের এক জোড়া স্বর্ণের দুল এনে পীরের হাতে তুলে দেন’।
পুলিশ সূত্রে জানা যায়, তারা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে’। ৬ থেকে ৭ জনের একটি চক্রের সন্ধান পাওয়া গেছে। এই চক্রটিকে পুলিশ বলছে ‘ভ্রাম্যমাণ পীর, বা ‘বয়ান পার্টি’। ভোরবেলা হাঁটতে বের হন এমন নারীরাই হয় চক্রটির মূল টার্গেট। একজনকে পীর সাজিয়ে চক্রের সদস্যরাই তার প্রশংসা করতে থাকেন টার্গেট ব্যক্তির কাছ থেকে সব হাতিয়ে নেয়ার জন্য।
বিষয়টি নিয়ে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার রাজীব আল মাসুদ বলেন, চক্রের সদস্যদের কাছে কেউ আসলে তারা বলেন, বড় কোন কিছু পাওয়ার আশায় ছোট স্বার্থ ত্যাগ করো। তোমার কাছে যা আছে, তাই দিয়ে দাও। আবার বলে, এমন সুযোগ আর পাবা না। তোমার জিনিস দ্বিগুণ-তিনগুণ হয়ে যাবে। তখন কেউ কেউ বিশ্বাস করে সব দিয়ে দেয়।
‘ভ্রাম্যমাণ পীর’ এর বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। এ ছাড়াও এ চক্রের সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‘আপনি সেবক, দেশের মালিক না

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ধানের শীষ আর পেটের বিষ ওটার আর খুব বেশি দরকার নেই। জামায়াত-ধানের শীষ বাদে বাকিদের সঙ্গে রাজনৈতিক আচরণ করুন। আপনার অনেক আচরণ রাজনৈতিক আচরণ হচ্ছে না। গত পাঁচ বছরে একটি রাজনৈতিক দলের সঙ্গেও বসেননি, কথা বলেননি। দেশ চালাবেন আর দেশে রাজনীতি হবে না, তাহলে দেশ চালাতে পারবেন না। আপনি দেশের মালিক না, দেশের সেবক। সেটা মনে রাখবেন।   সোমবার (৯ অক্টোবর) ময়মনসিংহ নগরীর টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে বৃহত্তর ময়মনসিংহের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।   বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ভোটে কে এলো কে এলো না, ভোটে আমেরিকা-জার্মান-কানাডা-ইংল্যান্ড কী করল এগুলো বড় কথা নয়। দেশের শতকরা ৭০-৭৫ ভাগ ভোটার যদি ভোটকেন্দ্রে যায়, তারা যদি ভোট দিতে পারে তাহলে আমেরিকা যদি তার দেশ নিয়েও আমাদের ওপরে আসে তাহলে কিছু করতে পারবে না।   বঙ্গবীর বলেন, এজন্য বোন (শেখ হাসিনা) আপনাকে আমি অনুরোধ করি আপনি ভোট সুষ্ঠু করার চেষ্টা করবেন। মানুষ যেন ভোট দিতে যেতে পারে এ ব্যাপারে হেল্প করবেন। ভোটারদের ফেরাবেন না।   বঙ্গবীর আরও বলেন, জিয়া, এরশাদ ও খালেদা জিয়ার আমলে দুষ্কৃতকারী ছিলাম। আজকে আমার বোন শেখ হাসিনার আমলেও সরকারি খাতায় দুষ্কৃতকারী। আমি জানতে চাই এই দুষ্কৃতকারী কবে দূর হবে। বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করে আমি অন্যায় করেছি না ন্যায় করেছি এই কথা শেখ হাসিনাকে বলতে হবে। বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করা যদি অন্যায় হয় সেটা বলেন, আমাদেরকে ফাঁসি দেন। সবার আগে আমাকে ফাঁসি দেন, তারপর আমার ভাই লতিফ সিদ্দিকীকে দেন।   ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আবদুর রশিদের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, মঞ্জুরুল ইসলাম বিমল, জোবাইদুল ইসলাম বাবু, রিগ্যাম মামুন, আবু সুফিয়ান প্রমুখ।

কোটা আন্দোলনে ঢুকে পড়েছে বিএনপি-জামায়াত: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনে বিএনপি-জামায়াত ঢুকে পড়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। এসময় তিনি বলেন, নির্বাচন বানচাল

হঠাৎ হাসপাতালে ছুটলেন এমপি, তারপর….

নিজস্ব প্রতিবেদক: ঘড়ির কাঁটা সকাল সাড়ে ৮টা। চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ হাজির হন নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান। এ সময় হাসপাতালে চিকিৎসার জন্য

ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত’ ৭

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের সদর উপজেলা আলালপুরে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সাতজন নিহত হয়েছেন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সদর উপজেলার আলালপুর এলাকায় এ

আলোচিত এনবিআর কর্মকর্তা ফয়সালকে বগুড়ায় বদলি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব (ট্যাক্সেস লিগ্যাল অ্যান্ড এনফোর্সমেন্ট) ও অতিরিক্ত কর কমিশনার কাজী আবু মাহমুদ ফয়সালকে দুর্নীতির দায়ে বদলি করা হয়েছে।রবিবার

৩ বিভাগে ৮০ কি.মি. বেগে ঝড়ের আভাস

ঠিকানা টিভি ডট প্রেস: তীব্র গরমের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সিলেট, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার