শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের পার্বত্য জেলা রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় বাঁশখালীর আব্দুল মজিদ (২৪) নামে এক হোটেল কর্মচারির মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের লাশ রাঙ্গামাটি কতোয়ালী থানাধিন জেনারেল হাসপাতাল মর্গে আছেন বলে জানিয়েছেন রাঙ্গামাটি থানার কর্তব্যরত ডিউটি অফিসার।
শনিবার (২ মার্চ) রাত ১২টার দিকে রাঙ্গামাটি জেলার কতোয়ালী থানাধিন রাঙ্গামাটি প্রধানসড়কের হেফির মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলে আব্দুল মজিদ কে ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয়রা রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত আব্দুল মজিদ বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের পূর্ব-শীলকূপ ৯ নম্বর ওয়ার্ডের আশিঘর পাড়া এলাকার শামশুল আলমের পুত্র। সে কয়েক বছর ধরে রাঙ্গামাটি জেলায় একটি হোটেলে কাজ করে।
রাঙ্গামাটি সদর ভোজন বাড়ি রেস্তোরার মালিক শফিক আহমদ বলেন, আব্দুল মজিদ আমার হোটেলে কাজ করতো। গত একসপ্তাহ আগে সে অন্যত্র চলে যায়। আমি গত রাতে আব্দুল মজিদের সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ফেইসবুকে একটি পোষ্ট দিই। যাতে তার মা-বাবার সন্ধান পাই।
নিহতের ছোট ভাই আব্দুল হামিদ বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি আমার ভাই রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় মারা যান। খবর পেয়ে আমরা রাঙ্গামাটির উদ্যেশ্যে কতোয়ালী থানায় যাচ্ছি। গিয়ে ঘটনার বিস্তারিত জানতে পারবো।
এ বিষয়ে রাঙ্গামাটি কতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (এস.আই) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত মজিদের লাশ রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল মর্গে আছে। নিহতের পরিবার আসলে তদন্ত সাপেক্ষে পরে আইনগত ব্যবস্থা নেওয়া গ্রহণ করা হবে।