রয়েল দত্ত , রাউজান প্রতিনিধি: রাউজান পৌরসভার উদ্যোগে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও রিক্সা চালকদের মাঝে লাইসেন্স বিতরণ করা হয়েছে। রাউজান পৌরসভার মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী। রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ এর সভাপতিত্বে ও কাউন্সিলর জানে আলম জনির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার অংগজ্যাই মারমা, সহকারী কমিশনার( ভূমি) রিদুয়ানুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম। বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান, এড. সমীর দাশগুপ্ত, কাউন্সিলর আলমগীর আলী, কাজী মোহাম্মদ ইকবাল, শওকত হাসান, আজাদ হোসেন, এড. দিলীপ কুমার চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, মহিলা কাউন্সিলর নাছিমা আক্তার, জান্নাতুল ফেরদৌস ডলি, জেবুন্নেছা বেগম প্রমুখ।
বাজেট পাস আগামীকাল: থাকছে কালো টাকা সাদা করার সুযোগ
নিজস্ব প্রতিবেদক: এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা প্রত্যাহার নিয়ে জল কম ঘোলা হয়নি। নানান জল্পনা-কল্পনা শেষে সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে ৪০ শতাংশ কর বসানোর প্রস্তাব