রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলরের যোগদান

সিরাজগঞ্জ প্রতিনিধি: ২৯ অক্টোবর (মঙ্গলবার)। ২০২৪ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া যোগদান করেছেন। অদ্য মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে যোগদান করেন। এরপর তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার-এর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার বলেন, আজ আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারে একজন নতুন সদস্য যুক্ত হলেন, আমরা তাকে শুভেচ্ছা জানাই। সকলের সম্মিলিত প্রয়াসে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো।

পরবর্তীতে বেলা ১১.০০টায় ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহিদ ও ২০২৪ এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত সকল বীর শহিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ এ স্থাপিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া। এরপর শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে নিহত সকল বীর শহিদ ও ২০২৪ এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত সকল বীর শহিদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সাথে তিনি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্পিড ধরে রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের সবার প্রতি আহ্বান জানান। পরিশেষে তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব), বিভাগের চেয়ারম্যানবৃন্দ, প্রক্টরিয়াল বডি’র সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।’

উল্লেখ্য, ২৭ অক্টোবর ২০২৪ মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়াকে নিয়োগ দেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বুদ্ধিস্ট স্টাডিজ বিষয়ে ১৯৮৮ সালে স্নাতক, ১৯৮৯ সালে স্নাতকোত্তর এবং ২০০৫ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের প্রফেসর। তিনি পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান এবং সেন্টার ফর বুদ্ধিস্ট হেরিটেজ এন্ড কালচার-এর পরিচালকের দায়িত্ব পালন করেছেন। প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘বেস্ট অ্যাকাডেমিক আর্টিকেল লেখক’ হিসেবে ডিন’স অ্যাওয়ার্ড লাভ করেন।’

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাংলাদেশে ট্রাম্প সমর্থকদের গ্রেফতার শিরোনামে ভারতের পত্রিকার ভুয়া প্রতিবেদন

ঠিকানা টিভি ডট প্রেস: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ায় তার সমর্থনে মিছিল করতে চাইলে বাংলাদেশ থেকে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে

নতুন করে আর কারও দেশ ছেড়ে পালানোর সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঠিকানা টিভি ডট প্রেস: আওয়ামী লীগের যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারা বেশিরভাগই গত ৫, ৬, ৭ আগস্ট পালিয়েছে। নতুন করে আর কারও দেশ ছেড়ে পালানোর

ভারতে পালানোর সময় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ভারতে পালানোর সময় নওগাঁ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান (৩৫) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভোরে জেলার সাপাহার উপজেলার আইহাই

৮ দিনের রিমান্ডে ইমরান

দুর্নীতির মামলার গ্রেপ্তার পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে জিজ্ঞাসাবাদের জন্য ৮ দিনের রিমান্ড আদেশ দিয়েছেন পাকিস্তানের একটি আদালত।  বুধবার রাজধানী

‘মিয়ানমারে মর্টার শেল ও গুলির শব্দ, সীমান্তে আতঙ্ক’

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফ হোয়ইক্ষ্যং উনছিপ্রাং সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরের গোলাগুলি আর মর্টার শেল বিস্ফোরণের বিকট শব্দ থেমে থেমে শোনা যাচ্ছে। শনিবার (১০ফেব্রুয়ারি’) সকাল থেকে এতে

বিটিভিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তালিকাভুক্ত হওয়ায় উপাচার্যের অভিনন্দন জ্ঞাপন 

সিরাজগঞ্জ প্রতিনিধি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের পনেরো শিক্ষার্থী বাংলাদেশ টেলিভিশনে শিল্পী হিসেবে তালিকাভূক্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম তালিকাভূক্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন।