আপনার জানার ও বিনোদনের ঠিকানা

রণবীরের গালে একের পর এক চড় আনুশকার

তারকাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা সম্ভব নয় এমন ধারণাই ছিল সাধারণ মানুষের মনে দীর্ঘ দিন ধরে। তবে সাম্প্রতিক কালের তারকারা ভেঙেছেন সেই ধারণা। বক্স অফিসে একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও ব্যক্তিগত পরিসরে আজকাল সেই মনোভাব আর পোষণ করেন না। বরং, একে অপরের সঙ্গে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাদের। ছবির সেটে অভিনয় করতে গিয়ে ভালো বন্ধুত্বও হয়ে যায় তাদের মধ্যে। আনুশকা শর্মা ও রণবীর কাপুর এর ব্যতিক্রম নন।

২০১৬ সালে কর্ণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে অভিনয় করেছিলেন দুই তারকা। তার পর থেকেই বেশ ভালো বন্ধু তারা। অথচ সেই বন্ধুকেই একের পর এক চড় মারছেন আনুশকা। কেন? সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। তাতে দেখা যাচ্ছে, রণবীর কাপুরকে একের পর এক চড় মেরে যাচ্ছেন আনুশকা শর্মা। রণবীরও প্রথমে চুপ করে সেই চড়গুলো সহ্য করছিলেন। তার পরেই হঠাৎ করে রেগে যান তিনি। খেপে গিয়ে রণবীর বলেন ওঠেন, ‘সব কিছুর একটা সীমা থাকে!’ হঠাৎ দুই বন্ধুর মধ্যে কী হলো? কৌতূহল অনুরাগীদের।

জানা যায়, ওই সময় ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির শ্যুটিং করছিলেন রণবীর ও আনুশকা। ছবিরই একটি দৃশ্যে রণবীরকে চড় মারার কথা ছিল আনুশকার। পর্দায় যাতে ওই চড় মেকি না লাগে, সে জন্য সত্যি সত্যিই রণবীরকে কষিয়ে চড় মারা অভ্যাস করছিলেন অভিনেত্রী। এ দিকে আনুশকার হাতে চড় খেতে খেতে বিরক্ত রণবীর। রেগেমেগে তিনি বলেন ওঠেন, ‘সব কিছু মশকরা নয়!’ আনুশকা তখন রণবীরকে প্রশ্ন করেন, ‘তুমি কি সত্যিই রেগে গিয়েছ?’ রণবীর বলেন, ‘আলবাত রেগে গিয়েছি! এত জোরে চড় মারলে গালে লাগছে তো!’ রণবীর ও আনুশকার এই ভিডিওতে মজেছেন দর্শক ও অনুরাগীরা।

ভাইরাল হওয়া ওই ভিডিওর নিচে অনেকে মন্তব্য করেছেন, আনুশকা ও রণবীরের এই রসায়নের জন্যই ছবি দেখতে উৎসাহ পেয়েছিলেন তারা।

২০১৬ সালে কর্ণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে একসঙ্গে কাজ করেন আনুশকা ও রণবীর। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন ঐশ্বর্যা রাই ও ফাওয়াদ খান। ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা গিয়েছিল শাহরুখ খানকেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই খবরও একই রকমের

বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া ব‌লে‌ছেন, গণতন্ত্র সমুন্নত রাখাসহ মানবাধিকারের প্রতি সম্মান বজায় রেখে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কাজ করতে

মহানায়ক’ পুরস্কার পেলেন অঙ্কুশ

আজ (২৪ জুলাই) মহানায়ক উত্তম কুমারের মৃত্যু দিবস। আর এ বিশেষ দিনটিকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেছে নিয়েছেন টালিউড তারকাদের সম্মান প্রদানের দিন হিসেবে। চলতি

বেলকুচিতে রোড ওয়ারিয়র্সের ৩য় বর্ষপূর্তি উদযাপন 

ভি কে জয়, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: “আসুন সাথে, হাটুন পাশে, ফুটবল হবে খেলা, এটাই যেন প্রাণের মিলন মেলা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে রোড

সিরাজগঞ্জ বেলকুচিতে নিজের শিশু সন্তানকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা,বাবা আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে জুনায়েদ (২) নামের এক শিশুকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে’। এ ঘটনায় ওই শিশুর বাবা হযরত আলী মুন্সিকে

‘আপনি সেবক, দেশের মালিক না

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ধানের শীষ আর পেটের বিষ ওটার আর খুব বেশি দরকার নেই। জামায়াত-ধানের শীষ বাদে বাকিদের সঙ্গে রাজনৈতিক আচরণ করুন। আপনার অনেক আচরণ রাজনৈতিক আচরণ হচ্ছে না। গত পাঁচ বছরে একটি রাজনৈতিক দলের সঙ্গেও বসেননি, কথা বলেননি। দেশ চালাবেন আর দেশে রাজনীতি হবে না, তাহলে দেশ চালাতে পারবেন না। আপনি দেশের মালিক না, দেশের সেবক। সেটা মনে রাখবেন।   সোমবার (৯ অক্টোবর) ময়মনসিংহ নগরীর টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে বৃহত্তর ময়মনসিংহের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।   বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ভোটে কে এলো কে এলো না, ভোটে আমেরিকা-জার্মান-কানাডা-ইংল্যান্ড কী করল এগুলো বড় কথা নয়। দেশের শতকরা ৭০-৭৫ ভাগ ভোটার যদি ভোটকেন্দ্রে যায়, তারা যদি ভোট দিতে পারে তাহলে আমেরিকা যদি তার দেশ নিয়েও আমাদের ওপরে আসে তাহলে কিছু করতে পারবে না।   বঙ্গবীর বলেন, এজন্য বোন (শেখ হাসিনা) আপনাকে আমি অনুরোধ করি আপনি ভোট সুষ্ঠু করার চেষ্টা করবেন। মানুষ যেন ভোট দিতে যেতে পারে এ ব্যাপারে হেল্প করবেন। ভোটারদের ফেরাবেন না।   বঙ্গবীর আরও বলেন, জিয়া, এরশাদ ও খালেদা জিয়ার আমলে দুষ্কৃতকারী ছিলাম। আজকে আমার বোন শেখ হাসিনার আমলেও সরকারি খাতায় দুষ্কৃতকারী। আমি জানতে চাই এই দুষ্কৃতকারী কবে দূর হবে। বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করে আমি অন্যায় করেছি না ন্যায় করেছি এই কথা শেখ হাসিনাকে বলতে হবে। বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করা যদি অন্যায় হয় সেটা বলেন, আমাদেরকে ফাঁসি দেন। সবার আগে আমাকে ফাঁসি দেন, তারপর আমার ভাই লতিফ সিদ্দিকীকে দেন।   ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আবদুর রশিদের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, মঞ্জুরুল ইসলাম বিমল, জোবাইদুল ইসলাম বাবু, রিগ্যাম মামুন, আবু সুফিয়ান প্রমুখ।

রাসূল সাঃ এর ব্যঙ্গচিত্র অঙ্কনের প্রতিবাদে যশোরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রাসুল সাঃ এর  ব্যঙ্গচিত্র অঙ্কনে প্রতিবাদে যশোর শহরে মুফাসসির পরিষদের উদ্যোগে মাওলানা হাসান আল মামুন এর সঞ্চালনায়, ২৫ শে অক্টোবর (রবিবার)  সমাবেশ ও বিক্ষোভ মিছিল