নিজস্ব প্রতিবেদক: রংপুর কেন্দ্রীয় কারাগারে বাহারুর বাদশা নামে এক কয়েদির মৃত্যু হয়। বাহারুর বাদশার মৃত্যুকে কেন্দ্র করে দুই কয়েদি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।
রংপুর জেলা প্রশাসক মোহাম্মাদ মোবাশ্বের হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিভিন্ন সূত্রে জানা গেছে, রংপুরের পীরগঞ্জের বাহাদুর মিয়ার ছেলে বাহারুল কারাবন্দি ছিলেন। সকালে তার মৃত্যু হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে কয়েদিদের মধ্যে সংঘর্ষ হয়। কারাগারের ভেতরে উত্তেজনা শুরু হলে পুলিশ ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’