আপনার জানার ও বিনোদনের ঠিকানা

‘যুক্তরাষ্ট্র কেন বিএনপি এবং সুশীলদের উপর আস্থা রাখতে পারল না’

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তার অবস্থান পুর্নব্যক্ত করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, বাংলাদেশের ৭ই জানুয়ারির নির্বাচন ত্রুটিপূর্ণ ছিল কিন্তু এটা সত্ত্বেও বাংলাদেশের সঙ্গে তারা সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে। শুধুমাত্র ওয়াশিংটন থেকে যে এ বার্তা দেওয়া হচ্ছে যে তা না। নিজের দায়িত্বপালনের ২ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন গণমাধ্যমে লেখা এক কলামে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস বলেছেন, বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে এবং সেখানে বাংলাদেশের গণতন্ত্রের ত্রুটি, গণমাধ্যমের অধিকার হরণসহ বিভিন্ন প্রসঙ্গ আনলেও পিটার হাস সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বার্তাটির উপরই জোড় দিয়েছেন

প্রশ্ন হলো যে, মার্কিন যুক্তরাষ্ট্র কেন বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকলো না’?

যদিও অনেকে মনে করছেন, ভারতের প্রভাবের কারণেই শেষপর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র তার অবস্থান থেকে সরে এসেছে। কিন্তু একাধিক কূটনৈতিক সূত্র মনে করছে যে, মার্কিন যুক্তরাষ্ট্র শুধুমাত্র ভারতের কারণেই তাদের কৌশল পরিবর্তন করবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির নিজস্ব নীতি, এজেন্ডা ও কৌশল রয়েছে। তারা যেকোন নীতি, এজেন্ডা এবং কৌশল বাস্তবায়ন করে তাদের স্বার্থ বিবেচনা করে।

বিভিন্ন কূটনৈতিক সূত্রগুলো বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র যে সমস্ত দেশে আগ্রাসন চালিয়েছে, যে সমস্ত দেশে সরকারকে বদল করেছে বা ক্ষমতাচ্যুত করেছে। প্রত্যেকটি দেশে মার্কিন যুক্তরাষ্ট্র আগে একটি বিকল্প চূড়ান্ত করেছিল। বিকল্প চূড়ান্ত না করে মার্কিন যুক্তরাষ্ট্র কোথাও ক্ষমতার পালাবদল ঘটায় না।

বাংলাদেশের ক্ষেত্রে যেটি হয়েছে তা হল বাংলাদেশ আওয়ামী লীগ বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প তারা তৈরি করতে পারেননি। আওয়ামী লীগ বা শেখ হাসিনার বিকল্প হিসাবে দু’টি সম্ভাব্য বিকল্প তাদের কাছে ছিল। একটি হলো বিএনপি অন্যটি হলো সুশীল সমাজ। বিএনপি নিজেও এখন ক্ষমতায় আসতে আগ্রহী না। বিএনপি সবসময় মনে করে যে, কোন কারণে যদি আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে দেয় বা ক্ষমতা চলে যায় তাহলে মাঝখানে একটি অন্তর্বর্তীকালীন একটি সরকার রাখবে’। কারণ, বিএনপির এখন যে অবস্থা তাতে বিএনপির কোন নীতি নির্ধারকই সরকার প্রধান হওয়ার যোগ্য না। বিশেষ করে দলের চেয়ারপার্সন খালেদা জিয়া এবং লন্ডনে পলাতক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া দু’জনেই নির্বাচনের অযোগ্য। আর এটি বিএনপি ভালো করেই জানে তাই বিএনপি সরাসরি আওয়ামী লীগকে হটিয়ে ক্ষমতায় আসতে চায় না। এই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র বিএপির ব্যাপারে আগ্রহী না।

মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহের জায়গা ছিল সুশীল সমাজ এবং এখানে তারা ড. মোঃ ইউনুসের নেতৃত্বে একটি সুশীল মেরুকরণ করতে চেয়েছিল বলেই অনেকেই মনে করে। যেমনটি তারা করেছিল এক এগারোর সময়। কিন্তু এক এগারোর অভিজ্ঞতার কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র সুশীলদের উপর নির্ভরতার উপর থেকে সরে এসেছে বলে বিভিন্ন মহল মনে করে।

এক এগারোতে মার্কিন প্রভাবের কারণেই সেনা সমর্থিত সুশীল সমাজ ক্ষমতা গ্রহণ করেছিলো। কিন্তু সে ক্ষমতা গ্রহণের ফলাফল ইতিবাচক হয়নি। বরং সুশীলরা যে দায়িত্ব পালনে কতটুকু অযোগ্য ও ব্যর্থ সেটি প্রমাণিত হয়েছে। সে অভিজ্ঞতা থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে ক্ষমতার পালাবদল ঘটিয়ে কোন সুশীলদেরকে আনতে চায়নি। কারণ, এরকম সঙ্কটময় সময় এবং রাজনীতির কঠিন সন্ধিক্ষণে সুশীলরা এসে শেখ হাসিনার বিকল্প হতে পারবেন না।

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা দেখেছে যে, আওয়ামী লীগ নিয়ে অনেক ত্রুটি-বিচ্যুতি রয়েছে। আওয়ামী লীগ নিয়ে অনেক সমালোচনা এবং অভিযোগও রয়েছে। কিন্তু সাধারণ মানুষের মধ্যে শেখ হাসিনার ব্যাপারে একটি ইতিবাচক মনোভাব রয়েছে এবং শেখ হাসিনা ব্যাপকভাবে জনপ্রিয়। আর এ কারণেই শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপি বা সুশীলদের উপর নির্ভর করতে পারেনি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

স্ত্রী তালাক দেয়ায় ক্ষিপ্ত হয়ে শ্বশুরবাড়ির গেটে তালা দিলেন সাবেক স্বামী’

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরের কালকিনিতে এক অসহায় শিক্ষিকার পরিবারের বসতঘরে তালা মেরে জিম্মি করে রাখার অভিযোগ পাওয়া গেছে প্রভাবশালীর বিরুদ্ধে। খবর পেয়ে প্রায় ৫ ঘণ্টা পরে

ভারতে মসজিদের ভেতরে ঢুকে পিটিয়ে মারা হলো ইমামকে 

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ রাজস্থানের আজমিরে মসজিদের ভেতরে ঢুকে ইমামকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৭ এপ্রিল) মুখোশ পরিহিত অজ্ঞাত তিন দুর্বৃত্ত আজমিরের একটি

সিরাজগঞ্জের তাড়াশে ইউনিয়ন ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মাদক সেবন করে বাড়িঘর ভাঙ্গচুরের অভিযোগ

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ তাড়াশে মাদক সেবন করে বাড়ি ঘর ভাঙ্গচুরের অভিযোগ উঠেছে তালম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গতকাল

কোন দিকে মোড় নিচ্ছে কোটাবিরোধী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক: দিনভর মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী স্লোগান এবং দিন শেষে দফায় দফায় সংঘর্ষের মধ্যেই নতুন কর্মসূচি ঘোষণা করেছে কোটাবিরোধী আন্দোলনকারীরা। আগামীকাল (মঙ্গলবার) বিকাল ৩টায় সারা দেশের

‘বিএনপি-জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি শেখ সেলিমের’

ঠিকানা টিভি ডট প্রেস: বিএনপি ও জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন সরকারি দলের জ্যেষ্ঠ সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম। সোমবার (১২ ফেব্রুয়ারি’)

লক্ষ্মীপুরে রোগীর স্বজনকে পিটালেন চিকিৎসকের স্বামী’

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে গাইনী কেয়ার নামে এক ডায়াগনস্টিক সেন্টারে হয়রানির শিকার এক রোগীর স্বজনকে মারধরের অভিযোগ উঠেছে চিকিৎসকের স্বামী ও স্টাফদের বিরুদ্ধে। এ ঘটনার পর