ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশ জাতীয় মুফাসসীর পরিষদের যশোর জেলা সভাপতি
প্রথিতযশা আলেমেদ্বীন মাওলানা জুলফিকার আল মাহমুদ বুকের ব্যাথা নিয়ে গত দুদিন আগে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হওয়ায় পরবর্তীতে উনাকে খুলনা রেফার করা হয়।
বাংলাদেশ জাতীয় মুফাসসীর পরিষদের খুলনা সভাপতি প্রখ্যাত
আলেমেদ্বীন অধ্যাপক তৈয়েবুর রহমান, যশোর জেলা মুফাসসীর পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রবিউল ইসলাম সহ যশোর জেলা মুফাসসীর পরিষদের নেতৃবৃন্দ আজ উনাকে দেখতে যান এবং আশু রোগমুক্তি কামনা করেন।
বর্তমান উনার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।