আপনার জানার ও বিনোদনের ঠিকানা

যশোর জেনারেল হাসপাতাল ধারণক্ষমতার তিনগুণ শিশু রোগী নিয়ে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ

ভর্তি রোগীদের পাশাপাশি চাপ বেড়েছে বহির্বিভাগে

জেমস আব্দুর রহিম রানা: সারা দেশের মতো যশোরেও বেড়েছে শীতের তীব্রতা। একইসঙ্গে বেড়েছে ঠান্ডাজনিত রোগ। এ রোগে আক্রান্ত রোগীদের বেশির ভাগই শিশু। ধারণক্ষমতার তিনগুণ শিশু রোগী নিয়ে হিমশিম খাচ্ছে যশোর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের মধ্যে অধিকাংশই জ্বর, সর্দি ও নিউমোনিয়ায় আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালের শিশু বিভাগে ঠান্ডাজনিত রোগে ভর্তি হয়েছে ১২ জন। ২০টি বেডের বিপরীতে এ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন ৫০ জন। অপরদিকে পুরুষ ও মহিলা মেডিসিন ওয়ার্ডে শীতজনিত রোগে ২১ জন ভর্তি রয়েছেন। একইসাথে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত বয়স্ক রোগীর সংখ্যা। চাপ বেড়েছে বহির্বিভাগেও। এদিনে শিশু বহির্বিভাগ থেকে একশ’ ৬২ জন ও মেডিসিন বহির্বিভাগ থেকে একশ’ ৫২ জন চিকিৎসা নিয়েছে। যা গত এক সপ্তাহে সর্বোচ্চ।

হাসপাতাল সূত্রে জানা গেছে ঠান্ডাজনিত রোগে প্রতি ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালে এক থেকে দু’জন নতুন রোগী ভর্তি হচ্ছে। গত এক সপ্তাহে শিশু ওয়ার্ডে তিনশ’ ৭২ জন এবং পুরুষ ও মহিলা মেডিসিন ওয়ার্ডে একশ’ ৩৯ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। গত পাঁচ দিনে শিশু বহির্বিভাগে পাঁচশ’ ২৮ জন ও মেডিসিন বহির্বিভাগ থেকে দুইশ’ ৩২ জন চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে শিশু বহির্বিভাগে ১৪ জানুয়ারি একশ’ ৬২, ১৩ জানুয়ারি ৯৭, ১২ জানুয়ারি ৬৭, ১১ জানুয়ারি একশ’ ও ১০ জানুয়ারি একশ’ দু’জন চিকিৎসা নিয়েছে। অপরদিকে, মেডিসিন বহির্বিভাগ থেকে ১৪ জানুয়ারি ৬৫, ১৩ জানুয়ারি ৪৯, ১২ জানুয়ারি ২৭, ১১ জানুয়ারি ৫০ ও ১০ জানুয়ারি ৪১ জন চিকিৎসা নিয়েছে।

যশোর জেনারেল হাসপাতালে সরেজমিনে দেখা গেছে স্বাভাবিকের তুলনায় রোগীর চাপ বেড়েছে। আক্রান্তদের মধ্যে পাঁচ বছরের কম বয়সী শিশুর সংখ্যা বেশি। ওয়ার্ড রোগীতে ভর্তি। কোনো বেড-কেবিন খালি নেই। অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের কোথাও নতুন আসা রোগীদের জন্য বেড খালি না থাকায় বিপাকে পড়তে হচ্ছে মানুষদের। অনেকে বাড়তি বেড বরাদ্দের দাবিও তুলেছেন।

যশোর সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামের নার্গিস বেগম বলেন, গত দু’দিন ধরে মেয়ে তাবাসসুম ডায়রিয়ায় আক্রান্ত থাকায় হাসপাতালে নিয়ে আসি। ডাক্তার ভর্তি করে দিয়েছেন। ওয়ার্ডে জায়গা না পাওয়ায় অন্য রোগীর বেডে বসে মেয়েকে স্যালাইন দেয়া হচ্ছে।

চৌগাছা উপজেলার কাদবিলা গ্রামের সুরুজ মিয়া জানান, শ্বাসকষ্ট নিয়ে গত তিনদিন ধরে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত বেড পাননি। ক্লিনিকে চিকিৎসা করার সামর্থ না থাকায় ঠান্ডায় হাসপাতালের মেঝেতে থেকে চিকিৎসা নিতে হচ্ছে। ঠান্ডা মেঝেতে থেকে তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়ছেন বলে জানান।

যশোর জেনারেল হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. জসীম উদ্দীন জানান, শীতজনিত অন্যান্য রোগের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্তের সংখ্যা বেশি। অসচেতনতার কারণে শিশুরা নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। এতে ঝুঁকিও বাড়ছে। নিউমোনিয়া আক্রান্ত অনেককেই দেরী করে হাসপাতালে আনা হচ্ছে। শিশুদের জ্বর, সর্দি, কাশি দেখা দিলেই নিকটস্থ হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নেয়ার আহ্বান জানান তিনি।

এছাড়া শিশু বা বয়স্ক থেকে শুরু করে সবাইকে শীতের সময় কয়েকটি বিষয় এড়িয়ে চলতে হবে। প্রথমত, শীতের ঠাণ্ডা থেকে নিজেকে রক্ষা করতে হবে। গরম কাপড় পরতে হবে, কান ও হাত ঢেকে রাখতে হবে, গলায় মাফলার ব্যবহার করতে হবে। গোসল বা হাতমুখ ধোয়া থেকে শুরু করে সবসময়ে কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। খাবার পানির ক্ষেত্রে হালকা গরম পানি মিশিয়ে খেতে পারলে ভালো। এ সময় ঠাণ্ডা খাবার এড়িয়ে চলা উচিত।

তিনি বলেন, শীতের সময়েও প্রচুর পানি খেতে হবে। এছাড়া ভিটামিন সি রয়েছে এমন খাবার যেমন জলপাই, কমলা, লেবু ইত্যাদি প্রচুর পরিমাণে খেতে হবে। এগুলো একপ্রকার প্রতিষেধক হিসাবে কাজ করে। শিশুরা অনেক সময় শরীরে গরম কাপড় রাখে না বা খুলে ফেলে। তাই তাদের দিকে সতর্ক নজর রাখা উচিত। শীতকালেও নিয়মিতভাবে শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করতে হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যশোর হাসপাতালে সাংবাদিকদের কাজে বাধা দেয়ায় দুই পুলিশ ক্লোজড

জেমস আব্দুর রহিম রানা: যশোর জেনারেল হাসপাতালে সংবাদ সংগ্রহকালে সময় টিভির প্রতিবেদক জুয়েল মৃধা ও চিত্র সাংবাদিক আবুল কালাম আজাদের ওপর হামলা চালিয়েছে পুলিশ। এসময়

ঘর নিয়ে বেসামাল আওয়ামী লীগ’

নিজস্ব প্রতিবেদক: টানা চতুর্থ মেয়াদে ক্ষমতা গ্রহণ করেছে আওয়ামী লীগ। বিরোধী রাজনৈতিক দলের আন্দোলনের তীব্রতা নেই, বিরোধীপক্ষ রীতিমতো নতজানু হয়ে পড়েছে। বিপর্যস্ত পরাজিত হয়েছে। অন্যদিকে

মাওলানা লুৎফুর রহমানের সর্বশেষ অবস্থা জানাল পরিবার

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রখ্যাত আলেম, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি ও মুফাসসিরে কোরআন আল্লামা লুৎফর রহমান ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। বর্তমানে

সিরাজগঞ্জ শাহজাদপুরে উন্নয়ন প্রকল্পের টাকা চেয়ারম্যানের পকেটে  

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের রফিকুল ইসলামের বিরুদ্ধে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের কাজ না করেই টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান

বাসাইলে পানির গিজার থেকে ৪৯ কেজি গাঁজাসহ চার বিক্রেতা আটক

জহুরুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল-বাসাইল সড়কে নথখোলা ব্রিজের কাছে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে পানির গিজারের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪৯ কেজি গাঁজাসহ চার বিক্রেতাকে

পাকিস্তানে ধর্ম অবমাননার দায়ে শিক্ষার্থীর মৃত্যুদণ্ড’

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে ২২ বছর বয়সী এক শিক্ষার্থীকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে দেশটির একটি আদালত। পাকিস্তানে ব্লাসফেমির সাজা মৃত্যুদণ্ড। তবে দেশটিতে ধর্ম অবমাননার দায়ে কিছু মানুষকে