জেমস আব্দুর রহিম রানা: যশোর কেন্দ্রীয় কারাগারে হাবিবুর রহমান (৭০) নামে ফাঁসির দন্ডাদেশপ্রাপ্ত এক কয়েদীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮ টার দিকে তার মৃত্যু হয়। তিনি শহরের কারবালা এলাকার গহর আলী মুন্সির ছেলে।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরিফুল ইসলাম জানান, মৃত ফাঁসির দন্ডাদেশপ্রাপ্ত কয়েদী হাবিবুর রহমান ২০২৩ সালের ৬ জুন মাগুরা দায়রা আদালতের ৩৬/২০০৩ মামলায় ফাঁসির দন্ডাদেশপ্রাপ্ত হন। এরপর ২০ জুন মাগুরা জেলা কারাগার থেকে তাকে যশোর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। সেই থেকে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারের বিশেষ সেলে অবস্থান করছিলেন। আজ শনিবার সকালে তিনি যশোর কারাগারের অভ্যন্তরে হঠাৎ করে বুকের ব্যাথা জনিত শারীরিক অসুস্থ হয়ে পড়লে কর্তব্যরত কারারক্ষী হাবির ও মিলনসহ আরো দুইজন জরুরী ভিত্তিতে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। এরপর জরুরি বিভাগের কর্তব্য চিকিৎসক ডা. রেজওয়ান আহমেদ পরীক্ষা-নিরীক্ষা শেষে হাবিবুর রহমানকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মৃতদেহ হাসপাতালের মর্গে নেওয়ার প্রস্তুতি চলছে।