যশোরে বর্ণাঢ্য আয়োজনে চলছে বর্ষবরণ

জেমস আব্দুর রহিম রানা: জীর্ণতাকে পিছনে ফেলে সমৃদ্ধির আহ্বান আর অশুভ শক্তিকে রুখে দেওয়ার প্রত্যয়ে যশোরে চলছে বাংলা নববর্ষ বরণের নানা অনুষ্ঠান। বর্ণিল আয়োজনে বরণ করে নেওয়া হচ্ছে নতুন বঙ্গাব্দকে। অনুষ্ঠানে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি লালন এবং তা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছেন অনুষ্ঠানের আয়োজকরা।

বর্ষবরণ উপলক্ষে সকাল থেকে শুরু হয়েছে নানা কর্মসূচি। অনুষ্ঠান মঞ্চ থেকে বৈশাখি সাজ থেকে আপ্যায়ন সব কিছুতে রয়েছে বিশেষ বৈচিত্র্য। সকাল ৬টা ৩১ মিনিটে টাউনহল মাঠের রওশন আলী মঞ্চে বর্ষবরণের আয়োজন করে সুরবিতান সংগীত একাডেমি, পৌর পার্কে উদীচী, মুসলিম একাডেমি মাঠে পুনশ্চ, নবকিশলয় স্কুল মাঠে বিবর্তন ও সুরধূনী সংগীত নিকেতন, কালেক্টরেট চত্বরে চাঁদের হাট, ভৈরব পার্কে থিয়েটার ক্যানভাস ও রূপকার নাট্যগোষ্ঠী অনুষ্ঠানের আয়োজন করে।

বিভিন্ন সংগঠন তাদের নিজস্ব ব্যবস্থাপনায় বর্ষবরণে শোভাযাত্রা বের করে জমায়েত হয় টাউনহল মাঠে। সেখান থেকে সকাল সাড়ে ৯টায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন বয়সী মানুষ নৃত্য-গীতের মাধ্যমে শোভাযাত্রায় অংশ নেন। উপস্থিত ছিলেন মঙ্গল শোভাযাত্রার স্রষ্টা চিত্রশিল্পী মাহবুব জামাল শামীম।

বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রাটি টাউনহল মাঠ থেকে শুরু হয়ে জেলা পরিষদের সামনে দিয়ে দড়াটানা হয়ে টাউনহল মাঠে এসে শেষ হয়। শোভাযাত্রায় চারুপীঠসহ বিভিন্ন সংগঠনের ছিল নান্দনিক অংশগ্রহণ।

অধিকাংশ সংগঠনের সকালের আয়োজন সাড়ে ১০ টার মধ্যে শেষ হলেও সংগঠন আঙিনা ও অনুষ্ঠানস্থলে চলে মিষ্টি মুখের আয়োজন। পারষ্পরিক শুভেচ্ছা জ্ঞাপন আর নির্মল আড্ডায় বেলা কেটে যায় অনেকের। সবার কণ্ঠেই অনুরণিত হয়েছে পুরানো মলিনতাকে ভুলে গিয়ে নতুনের জয়গানে মঙ্গল আর সমৃদ্ধি কামনা।

দিনব্যাপীই চলবে নানা আয়োজন। দুপুর ৩ টা ১ মিনিটে পৌরপার্কে ভৈরব, বিকেল সাড়ে চারটায় নবকিশলয় স্কুল মাঠে বিবর্তন ও সুরধুনী, আব্দুর রাজ্জাক কলেজ মাঠে তির্যক, ভৈরব পার্কে থিয়েটার ক্যানভাস ও রূপকার নাট্যগোষ্ঠী, কালেক্টরেট চত্বরে চাঁদেরহাটের অনুষ্ঠান রয়েছে। এছাড়াও সুরবিতান সংগীত একাডেমি বিকেল ৫ টায় টাউনহল মাঠে অনুষ্ঠানের আয়োজন করেছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‘দলের নেতৃত্ব ছেড়ে উপদেষ্টা পদ নিতে পারেন তারেক’

নিজস্ব প্রতিবেদক: ৭ জানুয়ারি নির্বাচনের পর তারেক জিয়ার কর্তৃত্ব এখন চ্যালেঞ্জের মুখে। দেশে বিদেশে তারেক জিয়ার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। একই ভাবে প্রশ্ন উঠেছে কিভাবে

দুই হাত, ডান পা নেই-বাম পা দিয়ে লিখেই আলিম পাস করলেন রাসেল

নিজস্ব প্রতিবেদক: দুই হাত ও ডান পা নেই, আছে শুধু বাম পা। তাও আবার স্বাভাবিকের চেয়ে অনেক ছোট। বলেছিলাম রাসেল মৃধার কথা। বাম পায়ের আঙুলের

সাইবার অপরাধ নিয়ন্ত্রণের কাজ করবে এআই

ঠিকানা টিভি ডট প্রেস: জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নীতিমালা-২০২৪’ নামে এই নীতিমালার একটি প্রাথমিক খসড়া প্রণয়ন করা হয়েছে, যা দ্রুত চূড়ান্ত হবে। গুজব ও সাইবার

ড.ইউনূসকে অভিনন্দন জানিয়ে যা বললেন এরদোয়ান

ঠিকানা টিভি ডট প্রেস: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বাংলাদেশের বন্যার্তদের জন্য মানবিক

রাজনীতিতে ‌‌মাইনাস ঝড়ের পূর্বাভাস?

গণমাধ্যম কর্মী: ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির যে উল্লাস এবং আনন্দ তা এখন অনেকটাই স্তিমিত। বরং নানা আশঙ্কায় বিএনপি নেতাদের চোখেমুখে উদ্বেগের

একদা ক্ষমতাবান, এখন অপাংক্তেয়

নিজস্ব প্রতিবেদক: এক সময় তারা প্রচণ্ড ক্ষমতাবান ছিলেন। তাদের কথায় অনেক কিছুই হতো। আওয়ামী লীগে তাদেরকে অত্যন্ত সমীহ করে চলা হত। এমনকি বড় বড় নেতারাও