যশোরে একসঙ্গে ১০০ তরুণ-তরুণীর অন্যরকম বিয়ে

জেমস আব্দুর রহিম রানা: হাতে মেহেদী। লাল টুকটুক শাড়ি পরা। মাথায় বড় ঘোমটা। বিয়ের সাজে সারিবদ্ধ ৫০ কনে। খুলনা বিভাগের বিভিন্ন জেলার অসহায়-অস্বচ্ছল ১০০ পরিবারের এসব নারীকে বিয়ে দেয়া হলো কোনো যৌতুক ছাড়া। এই গণবিয়ে আয়োজন করা হয়ছে যশোরের ঝিকরগাছায় গাজীর দরগাহ মাদ্রাসা প্রাঙ্গণে।

যশোরে বিনা যৌতুকে বিয়ে করতে আসা ৫০ জোড়া তরুণ-তরুণীর কাছে এমন আয়োজন ছিল স্বপ্নের মতো, তাদের সেই স্বপ্ন পূরণ করল শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন।

শনিবার (১৮ মে) ঝিকরগাছা উপজেলার গাজীর দরগাহ কুয়েত ইসলামিক ইয়াতীম কমপ্লেক্সে এ আয়োজনের মধ্য দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এতিম ও অসচ্ছল পরিবারের ১০০ জন তরুণ-তরুণী। শুধু তাই নয়, বিয়েতে প্রত্যেক দম্পতি পেয়েছেন ঘর সাজানোর উপহার।

এদিন সকাল থেকেই একে একে পাগড়ি আর লাল শাড়ি পরে অর্ধশত বর-কনে আসেন কুয়েত ইসলামিক ইয়াতীম কমপ্লেক্সে। সেখানে আগে নির্ধারিত পাত্র-পাত্রীর বিয়ে পড়ান কাজী। ভোজ শেষে নব দম্পতিদের উপহার দেওয়া হয় ভ্যানসহ নানা সামগ্রী। পরে ইসলামিক শরিয়া অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর নতুন বউ নিয়ে হাসিমুখে ফিরে যান নিজ নিজ গন্তব্যে। খাওয়া-দাওয়া থেকে শুরু করে জাঁকজমকপূর্ণ আয়োজনে কোনো কমতি ছিল না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর ও কনেদের পরিবারের সদস্যরা।

বিয়ে করতে আসা এক পাত্র বলেন, ‘সমাজের সবাই এমন যৌতুক বিহীন বিয়ে করুক। এই যৌতুক নামক যে ব্যধি তা চিরতরে সমাজে থেকে দেশ থেকে বিতাড়িত হয়ে যাক।’ অপর আরেকজন বলেন, ‘উপহার পেয়ে আমি দারুণ খুশি, এটা নিয়ে আমি ভালো কিছু করতে চাই। সংসারের জন্য ভ্যান গাড়িটি ভালো কাজে লাগবে।’

বিনা খরচে ছেলে-মেয়েকে বিয়ে দিতে পেরে খুশি পরিবারের সদস্যরা। ছেলেকে বিয়ে দিতে আসা এক অভিভাবক জানান, তিনি ছোট একটা ব্যবসা করেন। ওই ব্যবসা দিয়ে ছেলে বিয়ে দেওয়া সম্ভব হতো না। উনাদের সার্পোট পেয়ে আমি খুশি। অপরজন জানান, আমরা গরীব মানুষ। ছেলেদের আমরা সাহায্য পেয়েছি এ জন্য খুব খুশি।

আয়োজক কমিটির সদস্য ঝিকরগাছা গাজীর দরগাহ মাদ্রাসার সহকারী শিক্ষক এম মিকাইল হোসেন বলেন, যৌতুকবিহীন বিবাহ প্রথা চালু করার উদ্দেশ্যে এমন আয়োজন করা হয়েছে। যেন যৌতুকের বলি হতে না হয় কোনো নারীকে। পাশাপাশি গরিব অসহায় পরিবারগুলো ধুমধাম করে তাদের সন্তানদের বিয়ে দিতে পারে না, আমরা তা নিশ্চিত করে সব আয়োজন করেছি।

বিয়ের পাশাপাশি নগদ টাকা, সেলাই মেশিন, ভ্যানগাড়ি, রান্নার চুলাসহ সংসার সাজানোর সরঞ্জামও দিয়েছে সংস্থাটি।

প্রতিবছর এমন গণবিয়ের আয়োজন করা হয় বলেও জানান আয়োজকরা।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিয়ের পিড়িতে বসা হল না শাহজাদপুরের ইঞ্জিনিয়ার সুজনের

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের রূপপুর নতুনপাড়া মহল্লার মৃত আলহাজ্ব আব্দুর রশিদ মাস্টারের ছোট ছেলে ইঞ্জিনিয়ার সুজন মাহমুদ(৩৪) এর বিয়ের কথা ছিল আগামী

মাদ্রাসা-কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বেও ডিসি-ইউএনওরা

নিজস্ব প্রতিবেদক: সব বেসরকারি স্কুল-কলেজের সভাপতিদের অপসারণের পর বেসরকারি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতিদেরও অপসারণ করা হয়েছে। জেলা পর্যায়ে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের

লাশ দেখে উচ্চৈঃস্বরে কান্নাকাটি নিষিদ্ধ

আমাদের দেশে অনেকেই বলেন, মৃত স্ত্রীকে স্বামী আর মৃত স্বামীকে স্ত্রী দেখতে পারেন না। অথচ শরিয়তে এর কোনো ভিত্তি নেই। অন্যদিকে মৃত পুরুষ হোক অথবা

যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়া হবে, বললেন আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অতি প্রয়োজনীয় সংস্কার শেষ করেই দ্রুত নির্বাচন দেয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার সচিবালয়ে ‘অন্তর্বর্তী সরকারের ১০০ দিন: আইন মন্ত্রণালয়ের

গোপনে উইঘুরদের পক্ষে কাজ করছে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী পদ্ধতিগত নির্যাতন ও দমনপীড়নের জন্য বেশ কুখ্যাত পরাশক্তি চীন। বিশেষ করে দেশটির পূর্ব তুর্কিস্তান তথা জিনজিয়াং প্রদেশে বসবাসরত উইঘুর মুসলিমদের ওপর চীনা

‘তিস্তা প্রকল্পে আবারও চীনের আগ্রহ, কি ঘটবে ভারত-বাংলাদেশ সম্পর্কে’

নিজস্ব প্রতিবেদক: অর্ধশত বছরেরও বেশি সময় ধরে ভারতের সঙ্গে তিস্তা নদীর পানিবণ্টন নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করেও নানা কারণে এর পথ খুঁজে পায়নি বাংলাদেশ।