যমুনার পানি বিপদসীমার উপরে: চলছে ভাঙন, ৩শতাধিক ঘর-বাড়ী নদীগর্ভে

ইয়াহিয়া খান, এনায়েতপুর সংবাদদাতা: সিরাজগঞ্জে যমুনা নদীর পানি দ্রুত গতিতে বাড়ছে। সে সঙ্গে নদী তীরবর্তী অঞ্চলগুলোতে শুরু হয়েছে তীব্র ভাঙন। গত এক সপ্তাহের ব্যবধানে শাহজাদপুর উপজেলায় শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। আর গত এক মাসে ৩শতাধিক বসতভিটা গিলে খেয়েছে যমুনা।

এদিকে গত দুদিন ধরে যমুনার পানি আশঙ্কাজনকহারে বেড়ে প্লাবিত হচ্ছে ব্রাহ্মণগ্রাম, আরকান্দি, জালালপুর, হাটপাচিল সহ আরো বেশ কয়েকটি গ্রাম।

খোঁজ নিয়ে জানা যায়, যমুনায় পানি বাড়ার সাথে সাথে শাহজাদপুর উপজেলার জালালপুর এবং কৈজুরী ইউনিয়নে গত এক সপ্তাহ ধরে তীব্র ভাঙন শুরু হয়েছে। ভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ড জিওব্যাগ ফেললেও বর্ষা মৌসুমে সেটা কোনো কাজেই আসছে না।

যমুনার পানি বাড়ার কারণে ভাঙনের তীব্রতা আরও বেড়েছে। ভাঙন শুরু হয়েছে। গত তিনদিনের ব্যবধানে এ দুটি ইউনিয়নে অন্তত ৪০-৫০টি বাড়িঘর বিলীন হয়েছে।

জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সুলতান মাহমুদ বলেন, বছরের পর বছর ধরে এ অঞ্চলে ভাঙন চলে আসছে, মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। ভাঙনরোধে বাঁধ নির্মাণ প্রকল্প দিলেও তিন বছরে ৫০ ভাগ কাজও শেষ হয়নি। ফলে কিছুতেই ভাঙনমুক্ত হচ্ছে না এ অঞ্চলবাসী।

ব্রাহ্মণগ্রামের মিলন সরকার ও জালালপুর গ্রামের তাজু কামরুল বলেন, আমাদের এলাকাবাসী কোনো ত্রাণ চান না। তারা চায় দ্রুত নদী ভাঙনরোধে ব্যবস্থা নেওয়া হোক। পানি উন্নয়ন বোর্ড বর্ষা কালে কাজ শুরু করে। তারা যদি শুষ্ক মৌসুমে কাজ করতো তাহলে এমন পরিস্থিতি আমাদের দেখতে হতো না।

এদিকে পাউবো সূত্র জানায়, ২০২১ সালে যমুনার ভাঙনরোধে শাহজাদপুরের এনায়েতপুর থেকে কৈজুরী পর্যন্ত সাড়ে ৬ কিলোমিটার নদী তীর রক্ষা বাঁধ নির্মাণ কাজ শুরু হয়। ৬৪৭ কোটি টাকার এ প্রকল্পের মেয়াদ শেষ হলেও মাত্র অর্ধেক শেষ হয়েছে। প্রকল্পের মেয়াদ ২০২৫ জুন পর্যন্ত বাড়োনো হয়েছে।

শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান বলেন, জালালপুর ও কৈজুরী  ইউনিয়নের হাঁটপাচিল এলাকায় ভাঙন শুরু হয়েছে। কয়েকদিন আগে ভাঙন কমেছিলো পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙনের তীব্রতা বেড়েছে। দুটি এলাকায় তিনদিনে অন্তত ৪৫ থেকে ৫০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন কবলিতদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। তাদের সহযোগিতা করা হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় প্রধান শিক্ষক কর্তৃক সহকারী শিক্ষককে হত্যা চেষ্টা থানায় অভিযোগ

জুয়েল রানা উল্লাপাড়া সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের শলী বনানী উচ্চ বিদ্যালয়ে, প্রধান শিক্ষক কর্তৃক সহকারী শিক্ষককে হত্যা চেষ্টা থানায় অভিযোগ হয়েছে

অভ্যুত্থানে সারাদেশে আহত প্রায় ২০ হাজার

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টে কোটা সংস্কার আন্দোলন থেকে অভ্যুত্থান , বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতনের আন্দোলন ঘিরে সারা দেশে সংঘাত-সহিংসতায় আহত হয়ে ১৮ হাজারের বেশি

সেতু ভেঙে বরযাত্রীবাহী মাইক্রোবাস খালে, নিহত ১০ 

নিজস্ব প্রতিবেদক: বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন ও চাওড়া ইউনিয়নের সঙ্গে একটি ঝুঁকিপূর্ণ ব্রিজ ভেঙে বরযাত্রীবাহী দুটি গাড়ি খালে পড়ে ১০ জনের মৃত্যু হয়েছে। শনিবার

ক্রীড়াঙ্গনের ইতিহাসে রেকর্ড বাজেট, গুরুত্ব বিশেষ কিছু প্রকল্পে

ঠিকানা টিভি ডট প্রেস: মূল্যস্ফীতি, ডলার সংকট, ব্যাংক ও আর্থিকখাতে অস্থিরতাসহ নানা সংকটের মুখে নতুন অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করেছে সরকার। যা দেশের ইতিহাসে সর্ববৃহৎ

শেখ হাসিনার আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা, কে জিতবেন?

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্বাচনি এলাকা গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের

দুপুরের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস: আবহাওয়া অফিস

ঠিকানা টিভি ডট প্রেস: ঢাকাসহ দেশের ১১ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বুধবার (২২ মে’) দুপুর ১টা পর্যন্ত