ম্যাটস শিক্ষার্থীরা এসএসসি পাস করে আবার স্কুলে ভর্তি হতে চান না

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে চার দফা বাস্তবায়নের দাবিতে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন (বিডিএমএ), ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্রোক্টিশনার অ্যাসোসিয়েশন (বিডিএমপিপিএ) এবং ম্যাটস শিক্ষার্থী পরিষদের যৌথ উদ্যোগ রবিবার (৯ মার্চ) টাঙ্গাইল প্রেসক্লাব মিলায়তনে সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, টাঙ্গাইল ডিপ্লোমা অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ডা. আব্দুল বাতেন।

সংবাদ সম্মেলনে আক্ষেপ করে বলা হয়- এসএসসি পাস করে মেডিকেল ডিপ্লোমা শিক্ষার্থীরা চার বছর মেয়াদী মেডিকেল অ্যাসিস্ট্যাট ট্রেনিং স্কুল (ম্যাটস) ভর্তি হন। এক্ষেত্রে স্কুল পাস করার পর আবারও স্কুলে ভর্তি হতে হয়। যদিও স্কুল পাস করে সাধারণত কলেজে ভর্তি হতে হয়। দেশের ১৬টি সরকারি ও ২০০টি বেসরকারি ম্যাটসের বিপুল সংখ্যক শিক্ষার্থীই স্কুল পাস করে আবার স্কুল নামক প্রতিষ্ঠানে ভর্তি হতে বাধ্য হয়।

লিখিত বক্তব্যে টাঙ্গাইল ডিপ্লোমা অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ডা. আব্দুল বাতেন বলেন, শিক্ষা পরিসংখ্যান ২০২২ এবং বিএমডিসি এর সর্বশেষ তথ্যমতে দেশে বর্তমান ডিপ্লোমা শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৬০ হাজার এবং বিএমডিসি নিবন্ধিত ডিএমএফ এর সংখ্যা ৩০ হাজার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী ৫৫ হাজার ডিপ্লোমা চিকিৎসক (ডিএমএফ) উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ জেলা সদর হাসপাতালগুলোতে কর্মরত আছেন।

তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরও ম্যাটস্ শিক্ষার্থীরা বিভিন্নভাবে জুলুম ও বৈষম্যর স্বীকার হচ্ছেন। বিভিন্ন জায়গায় শূন্যপদ থাকার পরেও একযুগের বেশি সময় ধরে নিয়োগ বন্ধ রয়েছে (এরমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের প্রায় দুই হাজার পদ এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এক হাজার শূণ্যপদ)। ফলে একদিকে প্রান্তিক জনগোষ্ঠী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে ম্যাটস্ থেকে পাস করা ছাত্ররা দিন দিন বেকার হচ্ছে।

চারদফা দাবিগুলো হচ্ছে- অনতিবিলম্বে শূণ্যপদে নিয়োগ এবং কমিউনিটি ক্লিনিক সহ সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন পদ সৃষ্টি করা, প্রতিষ্ঠান ও কোর্সের নামে পরিবর্তন কর অসংগতিপূর্ণ কোর্সের কারিকুলাম সংশোধন করে ইন্টার্নশিপ লগবুক প্রণয়ন করা, বিএম অ্যান্ড ডিস স্বীকৃতি ক্লিনিকাল বিষয়ে উচ্চ শিক্ষার অধিকার প্রদান করা এবং প্রস্তাবিত অ্যালাইড হেলথ প্রফেশনাল বোর্ড খসরা আইনের নামে পরিবর্তন কর ‘মেডিকেল এডুকেশন বোর্ড’ নামকরণ সহ প্রস্তাবিত ধারায় সংশোধনী বাস্তবায়ন করা।

সংবাদ সম্মেলনে বিডিএম’র টাঙ্গাইল শাখার উপদেষ্টা ডা. দেলোয়ার হোসেন, প্রাক্তন সভাপতি ডা. সিআর দাস, বিডিএম’র কেন্দ্রীয় কমটির সহ-সভাপতি ডা. আশরাফুজ্জামান, ডা. মোতালেব হোসেন, ডা. শিপলু, ডা. সোহেল রানা ও ছাত্র প্রতিনিধি সৈকত জাহান আকাশ সহ জেলার বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আরও কম দামে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করবে ভারত

নিজস্ব প্রতিবেদক: উৎপাদিত পেঁয়াজের রপ্তানি বাড়াতে ন্যূনতম রপ্তানি মূল্য ১০০ ডলার পর্যন্ত কমিয়েছে ভারত। আগে প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য ৪০৫ মার্কিন ডলার নির্ধারণ

রোড ডিভাইডার নেই, মহাসড়ক এখন মৃত্যুফাঁদ! চার মাসে প্রাণ গেল ৯ জনের, আতঙ্কে রায়গঞ্জবাসী

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জে ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকা এখন যেন মরণফাঁদে পরিণত হয়েছে। গত ছয় মাসে এই এক কিলোমিটার এলাকাতেই সড়ক দুর্ঘটনায় প্রাণ

বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত ভারতের

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে রেলওয়ে সংযোগ প্রকল্পে প্রায় ৫ হাজার কোটি রুপির অর্থায়ন ও নির্মাণ কাজ স্থগিত করেছে ভারত। ‘শ্রমিকদের নিরাপত্তা’ এবং ‘রাজনৈতিক অস্থিতিশীলতার’ কারণ দেখিয়ে

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, নিহত ২৪

অনলাইন ডেস্ক: ইয়েমেনে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে বড় পরিসরে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে ২৪ জন নিহত হয়েছে। শনিবার (১৫ মার্চ), মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

তৃতীয় দিনেও বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস, গাড়িতে আগুন

অনলাইন ডেস্ক: অভিবাসন বিরোধী তল্লাশির জেরে আবারো উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের কেন্দ্রস্থল। বিক্ষোভকারীরা যানবাহনে আগুন দিয়েছে বলে জানিয়েছে সেখানকার পুলিশ। খবর বিবিসির।

তাড়াশে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের আসামী রাজীব ভৌমিকের মৃত্যুদন্ড

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে মামা-মামী ও মামাতো বোন হত্যার দায়ে ভাগ্নের রাজবী কুমার ভৌমিক (৩৬) এর মৃত্যুদন্ড দিয়েছে আদালত। একই সাথে ১ লাখ টাকা