মোশাররফ করিমের ৯ নাটকে থাকছে তানহা’

ঠিকানা টিভি ডট প্রেস: আসন্ন ঈদুল ফিতরে টেলিভিশন ও ইউটিউব চ্যানেলে মোশাররফ করিম অভিনীত প্রায় দুই ডজন নাটক প্রচারিত হবে। তবে এ তালিকার ৯টি নাটকেই তার সহ-অভিনেত্রী হিসেবে থাকছেন তানহা তাসনিয়া। নাটকগুলো হলো ‘বাড়ি গাড়ি নারী’, ‘বউ সেটিং’, ‘আমি নার্ভাস’, ‘ফরেন লাভার’, ‘স্বপ্ন যাবে বাড়ি’, ‘পাওনাদার’, ‘চিরকুমার সংরক্ষণ’, ‘সত্য বলিতে চাই’ ও ‘চাকরিজীবী বউ’। ৯টি নাটকেরই পরিচালক তাইফুর আশিক।

তানহার পছন্দের অভিনেতা মোশাররফ করিম। তার বিপরীতে এক ঈদেই ৯টি নাটকে নায়িকা হতে পেরে দারুণ খুশি তিনি।

তানহা বলেন, ‘ঈদ উৎসবে একজন অভিনয়শিল্পীর অনেকগুলো নাটক প্রচারিত হলে খুশি হন। তারপর আবার যদি প্রিয় নায়কের বিপরীতে অনেকগুলো নাটক হয়, তাহলে ব্যাপারটা আরও অন্য রকম। মোশাররফ ভাইয়ের সঙ্গে এই ঈদে আমার ৯টি নাটক থাকছে। এই ঈদ আমার জন্য সবচেয়ে বেশি আনন্দের হবে।’

তানহা আরও বলেন, ‘মোশাররফ ভাইয়ের বিপরীতে কাজ করা যেকোনো শিল্পীরই ভাগ্যের ব্যাপার। তাঁর সঙ্গে কাজ করলে অনেক কিছুই শেখা যায়।

নিজেকে সমৃদ্ধ করার সুযোগ হয়। এবার তার সঙ্গে এতগুলো নাটকে কাজ করতে গিয়ে সেটি বেশি টের পেয়েছি আমি।’ এই অভিনেত্রী জানান, এর আগেও চার-পাঁচটি নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন তিনি।

তানহা বলেন, মোশাররফ ভাইয়ের সঙ্গে আমার প্রথম কাজ ছিল “বউ ভীষণ পাওয়ারফুল”। দুই বছর আগে প্রচারিত হয় এই নাটক। সে সময় নাটকটি বেশ আলোচিতও হয়েছিল। নাটকটির ইউটিউব ভিউ কোটির কাছাকাছি।’

নাটকগুলোর পরিচালক জানান, ৯টি নাটকের গল্প ভিন্ন। নাটকগুলোয় প্রেম-ভালোবাসা, সামাজিক বার্তা, পারিবারিক আবেগ থেকে হাস্যরস সবই আছে।

তিনি বলেন, এক মাসের বেশি সময় ধরে পুরান ঢাকা, উত্তরা, পুবাইল মিলে নাটকগুলোর শুটিং করেছি।

বুধবার (৩ এপ্রিল’) সব কাজ শেষ হয়েছে। ঈদের আমেজ রেখেই নাটকগুলো করা। আশা করছি, দর্শককে বাড়তি আনন্দ দেবে নাটকগুলো।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কোটা আন্দোলনে নিহত যত শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও পরবর্তী সংঘাতে এ পর্যন্ত দুইশরও বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে। সবচেয়ে বেশি মারা গেছে

রংপুরে সেপটিক ট্যাংকে পড়ে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রংপুরের মিঠাপুকুরে সেপটিক ট্যাংকে পড়ে মা ও ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে উপজেলার উদয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর

এবার বসুন্ধরা গ্রুপের সোবহান-আনভিরসহ ১৭৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত হওয়া ঘটনায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার ছেলে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম

‘সচিবালয়ের গেটেই দুর্নীতি, ভেতরের অবস্থা অজানা’’

নিজস্ব প্রতিবেদক: ঘড়ির কাটা তখন ঠিক ১২টা ৫০ মিনিট। সচিবালয়ে দুই নম্বর গেটে দাঁড়িয়ে আছি। কয়েক সেকেন্ডের ব্যবধানে ত্রিশোর্ধ এক ভদ্রলোক পাশে এসে জিজ্ঞাসা করলেন,

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর নুর আলম (ওরফে নুরু টেইলার) নামে আওয়ামী লীগের এক নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

কোন্দল ঠেকাতে টাস্ক ফোর্স করবে আওয়ামী লীগ’

নিজস্ব প্রতিবেদক: সারা দেশে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। এই কোন্দল এখন সহিংসতায় রূপ নিয়েছে। সারা দেশে আওয়ামী লীগের স্বতন্ত্র বনাম নৌকার সমর্থকদের