মেঘনায় যাত্রীবাহী লঞ্চে আগুন, আহত ৪

নিজস্ব প্রতিবেদক: ভোলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া কর্ণফুলী-৩ লঞ্চের ইঞ্জিনরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (২০ এপ্রিল’) সকাল সাড়ে ৮টায় ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে ছেড়ে যাওয়া কর্ণফুলী-৩ লঞ্চটি চাঁদপুরের হরিনার চর এলাকায় পৌঁছালে মাঝ মেঘনায় এ আগুন লাগার ঘটনা ঘটে।

এ ঘটনায় আতঙ্কে নদীতে ঝাঁপ দেন কয়েজন যাত্রী। তাছাড়া আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে চার যাত্রী আহত হয়েছেন। পরে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে লঞ্চটি আবাল বিল নামে একটি চরে নোঙর করা হয়।

কর্ণফুলী-৩ লঞ্চের সহকারী মাস্টার মো. রইচ উদ্দিন সুমন এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৮টার দিকে তিন শতাধিক যাত্রী নিয়ে লঞ্চটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। সকাল ১০টা ১৫ মিনিটের দিকে লঞ্চটির ইঞ্জিনরুমে হঠাৎ আগুন লেগে যায়। আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে আবাল বিল চরে নোঙর করে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

সহকারী মাস্টার আরও জানান, হঠাৎ আগুন লেগে ইঞ্জিনরুমে ছড়িয়ে পড়ে। যার কারনে আগুন নিয়ন্ত্রণে আসেনি। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সহায়তা চাওয়া হয়েছে।

তাছড়া, চরে নামিয়ে দেওয়া যাত্রীদেরকে কর্ণফুলী-৪ লঞ্চের সহায়তায় ঢাকায় পাঠানো হচ্ছে বলে জানান তিনি।

লঞ্চের যাত্রী মনিরুল ইসলাম রুবেল জানান, আগুন লাগার খবরে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইঞ্জিনরুমসহ লঞ্চের নিচতলা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে।’

ভোলা জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসাইন জানান, ঘটনাটি জানার পর তিনি কোস্টগার্ডকে বিষয়টি জানিয়েছেন। চাঁদপুরের একটি কোস্টগার্ড টিম ঘটনাস্থলে যাবে।

তবে লঞ্চে ঠিক কি কারনে আগুন লেগেছে তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।’

তিনি আরও জানান, যেহেতু ঘটনাস্থল ভোলার বাইরে, সেহেতু এখনো নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সংঘর্ষে জড়াল বিএনপির দু’পক্ষ, আসামি আ. লীগ নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক: সংঘর্ষে জড়ায় বিএনপির দুই পক্ষের নেতাকর্মীরা। করে পাল্টাপাল্টি মামলা। তবে আসামির তালিকায় আছে আওয়ামী লীগের নেতাকর্মীর নাম। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

এলডিসি উত্তরণে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক:স্বল্পোন্নত দেশ (এলডিসি), থেকে উত্তরণের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে সংশ্লিষ্টদের পূর্ণ উদ্যমে কাজ করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।মঙ্গলবার প্রধান উপদেষ্টার

কাজ করতে গিয়ে বাড়িতে ফিরলো শ্রমিকের লাশ

ফরিদ আহমেদ চঞ্চল শাহজাদপুর (সিরাজগঞ্জ): শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের বায়রা গ্রামের দিনমজুর জামাত আলী ফকির। স্ত্রী-সন্তান ছেড়ে চলে যাওয়ায় বৃদ্ধ মাকে নিয়ে বসবাস করতেন যমুনার

রাজশাহীতে বারসিকের আয়োজনে নবায়নযোগ্য জ্বালানি গ্রহণের চ্যালেঞ্জ শীর্ষক সংলাপ 

তানজিলা আক্তার রাজশাহী, প্রতিনিধি: রাজশাহী, ১২ মার্চ ২০২৪ নগর দরিদ্র জনগোষ্ঠীর জ্বালানির বর্তমান ব্যবহার এবং নবায়নযোগ্য জ্বালানি গ্রহণের চ্যালেঞ্জ: প্রেক্ষিত রাজশাহী সিটি কর্পোরেশনের” শীর্ষক সংলাপে

আজ চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: উন্নত চিকিৎসার জন্য আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রবিবার (৫ জানুয়ারি)। রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে

টিকা আমদানি করে প্রভাবশালীদের পকেটে ২২ হাজার কোটি টাকা

ঠিকানা টিভি ডট প্রেস: ২০২০ সালের ২ জুলাই। মহামারি করোনার সময়। সংবাদ সম্মেলন ডেকে কাঁদছেন ডা. আসিফ মাহমুদ। কেউ কিছু বুঝে ওঠার আগেই ঘোষণা দিলেন,