মিরপুরে অটোরিকশা চালকদের হামলার ঘটনায় গ্রেপ্তার ৪২

নিজস্ব প্রতিবেদক: সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে গতকাল রাজধানীর মিরপুর এলাকায় বিক্ষোভ করেন অটোরিকশার চালকেরা। সেই বিক্ষোভ থেকে মিরপুরের কয়েকটি পুলিশ বক্সে হামলা, অগ্নিসংযোগ ও যানবাহনে ভাঙচুর চালান বিক্ষোভকারীরা। এমন অভিযোগে ঢাকা মহানগর পুলিশের মিরপুর মডেল থানা, পল্লবী থানা ও কাফরুল থানায় পৃথক চারটি মামলা করা হয়েছে। চারটি মামলার মধ্যে পল্লবী থানায় দুটি , মিরপুর মডেল ও কাফরুল থানায় একটি করে মামলা হয়েছে। এসব মামলায় তিন থানা-পুলিশ অটোরিকশাচালক ও গ্যারেজমালিকসহ ৪২ জনকে গ্রেপ্তার করেছে ৷

বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা। মামলায় আসামি করা হয়েছে প্রায় আড়াই হাজারের বেশি অটোচালককে। এসব মামলায় পৃথক অভিযানে ৩৭ জন অটোরিকশার চালককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ডিসি।

এর মধ্যে পল্লবী থানায় দায়ের করা দুটি মামলায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে চালক ও অটোরিকশা গ্যারেজের মালিকও আছেন বলে নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান। তিনি বলেন, গতকালের হামলা, অগ্নিসংযোগ ও যানবাহন ভাঙচুরের ঘটনায় দুটি মামলা হয়েছে। মামলা দুটিতে গ্রেপ্তার আছেন ১৫ জন। গ্রেপ্তারদের মধ্যে আছেন অটোরিকশার চালক ও অটোরিকশার গ্যারেজমালিক।

একই ঘটনায় মিরপুর মডেল থানায় মামলা হয়েছে একটি ৷ গতকাল ও আজ মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মিরপুর মডেল থানা-পুলিশ গ্রেপ্তার করেছে আরও ১৫ জনকে। এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি’) মুন্সী ছাব্বীর আহম্মদ বলেন, গতকাল গ্রেপ্তার করা হয়েছে ১০ জন আর আজ সোমবার গ্রেপ্তার করা হয়েছে পাঁচজন। মোট গ্রেপ্তার ১৫ জন। গ্রেপ্তার সবাই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন।’

কাফরুল থানার ওসি ফারুকুল আলম জানান, কাফরুল থানায় দায়ের করা মামলায় ৬০০ / ৭০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। গ্রেপ্তার ১২ জন। ভাঙচুর, অগ্নিসংযোগ, নাশকতা, পুলিশের কর্তব্যকাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত।

এদিকে আজ সকাল থেকেই রাজধানীর রামপুরা, খিলগাঁও ও ডেমরা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা। সকাল ৯টা ২০ মিনিটে রামপুরায় সড়ক অবরোধ করেন অটোরিকশার চালকেরা। পুলিশের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেন তাঁরা ৷ এর পরেই দুপুর ১২টার দিকে রাজধানীর খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনে আবার বিক্ষোভ শুরু করেন ওই এলাকার অটোরিকশার চালকেরা। ডেমরা এলাকাতেও চলছে বিক্ষোভ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারতে পালানোর সময় এস আলমের কর্মকর্তা আটক

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত পালানোর চেষ্টাকালে এস আলম গ্রুপের এক কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। ওই কর্মকর্তার নাম সুজন কান্তি দে (৪৪)। শুক্রবার

রাসেলস ভাইপারের কামড় খেয়ে সাপ নিয়েই হাসপাতালে হাজির কৃষক

নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদী উপজেলার কৈকুন্না গ্রামের কৃষক রুবেল আলী (২৬) কলাখেতে কাজ করার সময় রাসেলস ভাইপার সাপের কামড়ে আহত হন। সাপটিকে লাঠি দিয়ে আঘাত

শান্তিরক্ষী নিয়ে ডয়চে ভেলের প্রতিবেদন পক্ষপাতমূলক: আইএসপিআর

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি ডয়চে ভেলের ‘Torturers deployed as UN peacekeepers’ শিরোনামে প্রচারিত ডকুমেন্টারি/তথ্যচিত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সেনাসদস্যদের নিয়ে বিভ্রান্তিমূলক প্রতিবেদন উপস্থাপন করা

টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: যমুনা সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাসের গুল্যা নামক স্থান থেকে সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে অভিজিত কুমার (২৬)

ভারতে কী হলো এমপি আনারের

ঠিকানা টিভি ডট প্রেস: ঝিনাইদহ-৪ আসনের এমপি ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজিম আনারের নিখোঁজ রহস্য আরও ঘনীভূত হচ্ছে। ভারতে নিখোঁজ হওয়ার ৬

এবার আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ নিয়ে কথা বললেন সোহেল তাজ

নিজস্ব প্রতিবেদক: জুলাই অভ্যুত্থানের মাস্টারমাইন্ড ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। তার এই