আপনার জানার ও বিনোদনের ঠিকানা

‘মিয়ানমারে জান্তা সেনাদের হাতে গর্ভবতী নারীসহ নিহত’১০

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের পূর্বাঞ্চলীয় কারেন্নি রাজ্যে জান্তা সৈন্যরা তিন শিশুসহ অন্তত ১০ জনকে হত্যা করেছে। নিহতদের মধ্যে গর্ভবতী এক নারীসহ বাস্তুচ্যুত তিন নারীও আছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে রাজ্যের শ্যাডাও শহরে জান্তা সৈন্যরা তাদের হত্যা করেছে।

বৃহস্পতিবার রাজ্যের স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী কারেন্নি আর্মির (কেএ) বরাত দিয়ে থাইল্যান্ড-ভিত্তিক মিয়ানমারের ইংরেজি দৈনিক দ্য ইরাবতির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।’

এতে বলা হয়েছে, গত রোববার শ্যাডাও শহরে সামরিক জান্তা বাহিনীর ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ২৪৯ এর সৈন্যরা প্রবেশ করে। পরে সেখানে অভিযান চালিয়ে তিন নারী, তিন শিশু ও এক পুরুষকে গ্রেপ্তার করা হয়।

কেএ বলেছে, শ্যাডাওয়ে গ্রেপ্তার হওয়ার পরদিনই পুরুষ বন্দি পালিয়ে যান। কিন্তু একজন গর্ভবতী ও দুই প্রতিবন্ধী নারীকে হত্যা করা হয়। এ ছাড়াও ৩, ৫ ও ৭ বছর বয়সী তিন শিশুকেও হত্যা করেছে জান্তা সৈন্যরা।

পরে ওই এলাকায় সামরিক জান্তার বিরুদ্ধে কেএ ও কারেন্নি ন্যাশনালিজিট ডিফেন্স ফোর্সের যৌথ অভিযানের সময় নিহতদের মৃতদেহ পাওয়া যায়।

এক বিবৃতিতে কেএ বলেছে, জান্তার হত্যাকাণ্ডের শিকার নারীরা শ্যাডাও শহরের বাসিন্দা। ডাও সোয়ে মেল, ডাও সোয়ে মেল, ডাও ল্য মেল এবং ডা মে মোহ নামের এই নারীদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে।

স্থানীয় গণমাধ্যম কান্তরাবতি টাইমস বলেছে, তাদের একজন প্রতিবেদক শহরটিতে মৃতদেহের স্তূপের মাঝে এক শিশুকে শ্বাস নিতে দেখেছেন। কিন্তু উদ্ধারকারীরা শিশুটিকে বাঁচাতে পারেননি। শিশুটির পিঠে বুলেটের বড় ক্ষত ছিল। পরে শিশুটি মারা যায়।

কারেন্নি আর্মির অ্যাডজুট্যান্ট-জেনারেল কর্নেল ফোন নাইং বলেন, জান্তা সৈন্যরা যে ছয়জনকে হত্যা করেছে তাদের শ্যাডাও শহরে জোরপূর্বক পাঠিয়েছিল প্রশাসন। মিয়ানমার জান্তা বাহিনী ও কারেন্নি প্রতিরোধ বাহিনীর মধ্যে সংঘর্ষের পর তাদের শহরটিতে পাঠানো হয়।

প্রতিরোধ বাহিনী নিহত বেসামরিক লোকজনকে কবর দিয়েছে। একই সঙ্গে তাদের হত্যাকারী জান্তা সৈন্যদের খুঁজছে কারেন্নি আর্মি খুঁজছে বলে জানিয়েছেন কর্নেল ফোন নাইং। তিনি বলেছেন, শ্যাডাওয়ে সংঘর্ষের সময় জান্তা সৈন্যদের অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে কারেন্নি যোদ্ধারা।’

মিয়ানমারের স্থানীয় মানবাধিকার বিষয়ক সংগঠন অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্সের তথ্য অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত জান্তার বিমান হামলায় অন্তত ২০ শিশু নিহত হয়েছে। তাদের মধ্যে কারেন্নি রাজ্যের ডেমোসো শহরের একটি স্কুলে জান্তার বিমান হামলায় নিহত চার শিশুও রয়েছে।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসার পর থেকে জান্তা সৈন্যরা দেশটিতে অন্তত ৫৭৮ শিশুকে হত্যা করেছে। একই সময়ে জান্তার হাতে নিহত নারীর সংখ্যা ৭৫৪ জনে পৌঁছেছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‘আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা’

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাতাসে স্বস্তির খবর নেই। তালিকার প্রথম দিকেই থাকছে ঢাকা। আজও বায়ুদূষণে ঢাকার অবস্থান সবার শীর্ষে। রোববারও (৩ মার্চ) সকাল ৭টায় বাতাসের সুইজারল্যান্ডভিত্তিক

সংসদ নির্বাচনের রেষ বিদ্যালয়ের কমিটি নির্বাচনে, ইউপি চেয়ারম্যানের ওপর হামলা’

জেমস আব্দুর রহিম রানা: যশোরের মনিরামপুর উপজেলার ৭ নম্বর খেদাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল আলীম জিন্নাহ হামলার শিকার হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে একটি মাধ্যমিক বিদ্যালয়ের

দ্রব্যমূল্যসহ ১১ বিষয়ে বিশেষ অগ্রাধিকার

নিজস্ব প্রতিবেদক: ২০২৪-২৫ অর্থবছরে দ্রব্যমূল্যসহ ১১টি ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ। বৃহস্পতিবার (৬ জুন’) বিকেল ৩টায় জাতীয় সংসদে স্পিকার ড.

উপজেলা পরিষদ নির্বাচন: ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (৭ই মে)

এবারের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যারা’

ঠিকানা টিভি ডট প্রেস: ফুটবল বিশ্বের ব্যক্তিগত অর্জনের সর্বোচ্চ পুরস্কার ব্যালন ডি’অর। বিশ্বের সব ফুটবলারেরই এই পুরস্কার পাওয়া স্বপ্ন। এই পুরস্কার রেকর্ড সর্বোচ্চ আটবার নিজের

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছুটি শেষে ক্লাস শুরু, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি ১৬ জুলাই (রবিবার) ঈদ এবং গ্রীষ্মাবকাশ শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সকাল