মা-বাবার আয় বন্ধ, ঋণ চেয়ে খোলা চিঠি ঢাবি ছাত্রের

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষায় মেরিট পজিশন ছিল ওপরের দিকে। চান্স পাওয়ার পর মাকে বলতেন, ‘আম্মু, আমি ঢাকাই যাই, তোমাকে আর মাঠে যেতে দেব না। আমি টাকা পাঠাবো। তুমি শুধু বাড়িতে থাকবে, কোনো কাজ করতে হবে না।’ তবে ‘কঠিন বিভাগে’ ভর্তি হওয়ায় দ্বিতীয়বর্ষে এসেই কঠিন বাস্তবতার মুখোমুখি বিশ্ববিদ্যালয়ের ওই মেধাবী ছাত্র। এ পরিস্থিতিতে পরিবারের এবং নিজের পড়ালেখার খরচ চালানোর জন্য সহজশর্তে ঋণ চেয়েছেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্র নাম ও পরিচয় প্রকাশ না করার শর্তে রোববার (২০ অক্টোবর) বলেছেন, এখনও কেউ সহযোগিতা করেননি। তবে বিষয়টি জানার পর কয়েকজন বিস্তারিত তথ্য নিয়েছেন। চিঠিটি প্রকাশের অনুমতিও দিয়েছেন তিনি।

নিজের অসহায়ত্বের কথা বিস্তারিত তুলে ধরে খোলা চিঠি লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্র। তিনি লিখেছেন, ঢাকায় আসার পর পরিস্থিতি আর বাস্তবতাকে আরও কঠোর হতে দেখলাম। প্রথমবর্ষে আমি কিছু টিউশন করি ও কোচিংয়ে কাজ করি। তাতে মোটামুটি বাড়িতেও কিছু টাকা দিতে পারতাম (আম্মু তখনও মাঠে কাজ করতো)। আর আমারও টেনেটুনে চলে যেতো।

আমি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী (ছেলে)। পরিবারের বড় ছেলে। আমার বাবা দীর্ঘ ২৫ বছর মৃগী রোগে আক্রান্ত, তিনি পরিবারের তেমন কোনো কাজই করতে পারেন না। আমাদের বাড়িও এক প্রান্তিক গ্রামে। আম্মু এ দীর্ঘ ২৫ বছর আমাদের সংসার চালাচ্ছেন, তার পেশা হিসেবে যেগুলো উল্লেখ করা সম্ভব তারমধ্যে অন্যতম শিম, কাঁচা মরিচ, কালাই (কলাই), সবজি উত্তোলন করা, মানুষের ধানের কাজে সহযোগিতা করা ইত্যাদি। যাদের বাসা পল্লীগ্রামে, তারা জেনে থাকবেন-গ্রামে কিছু কপালপোড়া নারী এসব কাজ করেন।

আম্মুকে ছোট বয়স থেকে মাঠে মাঠে পুরুষের মতো কাজ করে বেড়াতে দেখছি, আর বাবাকে অসুস্থ থাকতে। ছোট থাকতে আমিও মায়ের সাথে মাঠে মাঠে কাঁচা মরিচ আর কালাই তুলতাম। মনে পড়ে, সকাল ১০টায় ব্রাকে পড়তে যেতে হতো, তাই ভোর থেকে ৯টা পর্যন্ত মরিচ তুলতাম। তারপর ভাত খেয়ে ১০টার ক্লাসে যেতাম। আমার একটা ছোট ভাই আছে, সে এখন মায়ের সঙ্গে কাজ করে। সে খুব মেধাবী ছেলে, পড়াশোনায় খুব ভালো। আমি যখন অষ্টম শ্রেণিতে পড়ি, তখন থেকে মানুষের জমিতে জোন (কামলা)। দিতাম। একাদশে ওঠার পর থেকে টিউশনিও যুুক্ত হয় আমার পেশায়।

তিনি আরো লিখেছেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর আম্মুকে বলতাম, ‘আম্মু আমি ঢাকাই যাই, তোমাকে আর মাঠে যেতে দেব না। আমি টাকা পাঠাবো, তুমি শুধু বাড়িতে থাকবে কোন কাজ করতে হবে না।’ ঢাকায় আসার পর পরিস্থিতি আর বাস্তবতাকে আরও কঠোর হতে দেখলাম। প্রথমবর্ষে আমি কিছু টিউশনি করি ও কোচিংয়ে কাজ করি। তাতে মোটামুটি বাড়িতেও কিছু টাকা দিতে পারতাম, (আম্মু তখনও মাঠে কাজ করতো) আর আমারও টেনেটুনে চলে যেতো।

আমার ছোট ভাই এখন নবম শ্রেণিতে পড়ে, আমি নিজেই আম্মুকে বলি যে, ওর লেখাপড়ার খরচ আর বিদ্যুৎ বিল প্রতিমাসে আমিই দেব। সেটা আমি এখনও দিই। কিন্তু সমস্যা হলো, এবারের ভারি বৃষ্টিতে মরিচের সিজনের সব গাছ মারা গেছে (আমাদের এলাকায়)। মাঠে ও বাড়িতে এমন কোন কাজ নেই, যা আমার মা করতে পারবেন। আমি কিছুমাস পরিবারের ধান, চাল, মাছ ও বাজার কিনে দিয়েছি, কিন্তু আমার একার পক্ষে পরিবার ও নিজেকে চালানো অসম্ভব।’

আমার মেরিট পজিশন শুরুর দিকে থাকায় আমি একটি কঠিন ডিপার্টমেন্টে (সবাই বলেন) ভর্তি হই, যেখানে টিকে থাকতেও যথেষ্ট পড়াশোনা প্রয়োজন। মূল বিষয়টি হলো: আম্মু আর গ্রামে থেকে টাকা উপার্জনের কোনো উপায় খুঁজে পাচ্ছেন না। আম্মু গরু-ছাগল পালনে অনেকটা দক্ষ ও কর্মঠ। আমার ছোট ভাইও যথেষ্ট সহযোহিতা করতে পারবেন গরু-ছাগল পালনের কাজে। কোনো ভাই/ভাইয়েরা বা কোনো সংগঠন যদি আর্থিক সহযোগিতা করেন অথবা কিছুটা দীর্ঘ সময়ের জন্য গরু-ছাগল কিনতে টাকা দেন, তাহলে আমার পরিবারের জন্য খুবই উপকার হয় (প্রয়োজনে মুনাফা দিতে রাজি আছি আমরা)।

আপনার (বিনিয়োগ করা)। টাকা যেভাবে ফেরত দিতে চাই: অনেকেই ব্যাংকে কিছু টাকা জমিয়ে রাখেন বা ইনভেস্ট করতে চান। আপনি যদি আমার পরিবারের গরু-ছাগল কিনতে টাকা দিতে চান তাহলে, আপনাকে কিছু দিনের মধ্যেই আমি (টিউশনের বেতন থেকে) আপনার প্রথম বছরের মুনাফার টাকা পরিশোধ করে দেব। আপনি দ্বিতীয় বছরের মুনাফার টাকা পাবেন বছরের শেষে (চেষ্টা করবো দ্বিতীয় বছরেই আপনার আসল ও মুনাফা সম্পূর্ণ পরিশোধ করতে, যদি কোন সমস্যায় পড়ি তাহলে তৃতীয় বছরে আপনার টাকা পরিশোধ করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবো)। আপনি নিজেও সুদের অর্থনীতি থেকে বাঁচতে পারবেন ও আমার অনেকটা উপকার হবে।

ঢাবি ছাত্র বলেছেন, আপনি নিজেও আপনার শর্ত নিয়ে আলোচনা করতে পারবেন। মুনাফা আলোচনা করে ঠিক করতে চাই। যেহেতু আমাদের পারিবারের অর্থনৈতিক অবস্থা যথেষ্ট খারাপ, আপনি চেষ্টা করবেন যতটা কম নিতে পারেন অথবা বিনা মুনাফায় সহযোগিতা করলে খুবই উপকৃত হবো। আর কেউ যদি কোনভাবে আর্থিক সহযোগিতা করতে পারেন, তাহলে আমি আম্মুকে ও পরিবারকে একটু শান্তিতে হয়তো রাখতে পারব।

তিনি লিখেছে, আম্মু খারাপ অবস্থায় আছেন, আবার বাবাও দীর্ঘ ২৫ বছর যাবৎ অসুস্থ। তিনিই শুধু আমার মনের অবস্থা বুঝতে পারবেন। আমি আমার পরিবারকে একটু ভালো রাখতে চাই। কিন্তু সেটি আমার একার পক্ষে ও বর্তমানের এ পরিস্থিতিতে অসম্ভব (একটা ছেলের জন্য খুবই অসহায় অবস্থার বর্ণনা এটি)। কেউ যদি আমার পরিবারকে সহযোগিতা করতে পারেন, তাহলে বিকাশ/নগদে পাঠাতে পারেন। আমি প্রয়োজনীয় প্রমাণাদি নিয়ে দেখা করতে পারবো।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সাবেক মন্ত্রীর বিরুদ্ধে স্বাক্ষর জাল করে ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর কলেজের ম্যানেজিং কমিটির ১১ সদস্যর স্বাক্ষর জাল করে নতুন কমিটি গঠনের অভিযোগ উঠেছে সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী

বন্যপ্রাণী ও পাখি নিধন বন্ধে জনসচেতনতা মূলক আলোচনা সভা 

লুৎফর রহমান: সিরাজগঞ্জের তাড়াশে বন্যপ্রাণী ও পাখি নিধন বন্ধে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩রা ডিসেম্বর) দুপুরে বস্তুল টেকনিক্যাল স্কুল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট

ঘুমিয়ে ছিলেন স্টেশন মাস্টার! সিগন্যালের অপেক্ষায় ট্রেন

আন্তর্জাতিক ডেস্ক: অনেক সময় চালকের ঘুমের কারণে সড়ক দুর্ঘটনা ঘটে। এবার ঘটেছে এক ভিন্ন ঘটনা। ডিউটির মধ্যেই ঘুমিয়ে গেছেন স্টেশন মাস্টার! এর ফলে প্রায় আধা

ইরানে হামলা নিয়ে ইসরায়েলের গোপন পরিকল্পনা ফাঁস

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রকে দেওয়া ইসরায়েলের গোপন প্রতিশ্রুতি ফাঁস হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনটিতে ওয়াশিংটন পোস্ট, ওয়াল স্ট্রিট জার্নালের

গাজায় ১০ হাজারের বেশি শিশুকে হত্যা করেছে ইসরায়েল’

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় প্রায় ১০০ দিনের সংঘাতে ১০ হাজারের বেশি শিশুকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। গাজা উপত্যকার মোট শিশুর এক শতাংশই সংঘাতের বলি হয়েছে।

শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ঢাবি অধ্যাপক হাসান তালুকদার

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি’) আইন বিভাগের অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি