নিউজ ডেস্ক: বরিশাল-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. শাহে আলম তালুকদারকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্যমতে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে সাবেক এই এমপিকে মারধরের পর ঢাকার গুলশান থানায় হস্তান্তর করে একদল মানুষ।
পরে কোটা আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই নিহত শিক্ষার্থী নাঈম রহমান হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
শাহে আলম তালুকদারকে আজ আদালতে তোলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু আহমেদ।
এর আগে গত বুধবার চাঁদার দাবিতে হামলা মারধর ও হত্যা চেষ্টার অভিযোগেসাবেক এমপি শাহে আলমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।’
বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে উপজেলার চাখারের সৈয়দ আতিকুর রহমান বাপ্পী এ মামলা দায়ের করেন। মামলায় শাহে আলমের সঙ্গে তার তিন ভাই ও এক ভাগ্নেসহ ১৪ আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
জ্যেষ্ঠ বিচারিক হাকিম শারমিন সুলতানা সুমি অভিযোগ তদন্ত করে সিআইডিকে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী সৈয়দ আতিকুর রহমান বানারীপাড়ার চাখার গ্রামের বাসিন্দা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জিল্লুর রহমানের ছেলে।’