আন্তর্জাতিক ডেস্ক: ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় কুয়াং নিহ প্রদেশের ৩৪ বছর বয়সী এক ব্যক্তি প্রচণ্ড পেট ব্যথায় চিকিৎসকের শরণাপন্ন হন। হাই হা ডিস্ট্রিক্টের মেডিকেল সেন্টারে এক্স-রে ও আলট্রাসনোগ্রাম করার পর, চমকে যান চিকিৎসকরা। এরপরই চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।’
এক চিকিৎসক জানিয়েছেন, পেটের ভেতরে যে জ্যান্ত মাছ রয়েছে, এটা তাদের কল্পনাতেও আসেনি। অস্ত্রোপচার করতেই একটি ইল (বাইম মাছ’) বেরিয়ে আসে। শুধু তাই নয়, সেটি আবার জীবিত ছিল। পেটের ভেতরে এক ফুটের জ্যান্ত ইল দেখে চমকে গিয়েছিলেন চিকিৎসকেরা। কিন্তু কীভাবে এত বড় ইল পেটের ভেতরে গেল তা জানতে পারেননি তারা।
ধারণা করা হচ্ছে, কোনোভাবে এটি তার মলদ্বার দিয়ে শরীরে ঢুকেছে এবং তলপেটে ঘুরে বেড়িয়েছে। এটির কারণে তার অন্ত্রে একটি ছিদ্রও হয়। চিকিৎসকেরা খুব সাবধানতার সঙ্গে ইলটিকে ও অন্ত্র থেকে নষ্ট হয়ে যাওয়া টিস্যুগুলো বের করে আনেন।
চিকিৎসকরা জানান, এরকম ঘটনা আগে কখনো দেখা যায়নি। সময়মতো যদি ওই ইল মাছটিকে অস্ত্রোপচার করে বের না করা হতো, তাহলে পেটের ভেতরে সংক্রমণ ছড়িয়ে পড়তো। ফলে রোগীর জীবন বিপন্ন হতে পারতো। ইল মাছটিকে বের করা হলেও এখনো বিপদ কাটেনি রোগীর। সংক্রমণ না কমা পর্যন্ত তাকে পর্যবেক্ষণে রাখা হবে।’