মাঝ আকাশে ঘুমিয়ে পড়েন দুই পাইলট, এরপর….

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার একটি উড়োজাহাজের দুই পাইলট মাঝ আকাশে ঘুমিয়ে পড়ার পর বাটিক এয়ারের বিরুদ্ধে তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় বিমান সংস্থা।

উড়োজাহাজের যাত্রী ও ক্রু মিলিয়ে ১৫৩ জন ছিলেন। ককপিটে ছিলেন দুজন পাইলট। কিন্তু মাঝ আকাশে থাকা অবস্থায় দুজনই ঘুমিয়ে যান। এক কিংবা দুই মিনিট নয়, তারা ২৮ মিনিট ঘুমিয়েছেন। এ জন্য দুজনকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে।

গত ২৫ জানুয়ারি ইন্দোনেশিয়ায় এ ঘটনা ঘটেছে। দেশটির অভ্যন্তরীণ পথে চলাচলকারী বাতিক এয়ারের একটি এয়ারবাস এ৩২০ মডেলের উড়োজাহাজে। উড়োজাহাজটি ইন্দোনেশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের সুলাওয়েসি থেকে যাত্রী নিয়ে রাজধানী জাকার্তায় যাচ্ছিল।

যদিও শেষ পর্যন্ত বড় কোনো বিপদ হয়নি। আরোহীরা সবাই নিরাপদে আছেন। জাকার্তায় নিরাপদে অবতরণ করেছে উড়োজাহাজটি।

উড়োজাহাজটির ৩২ বছর বয়সী পাইলট জানান, উড্ডয়নের আধা ঘণ্টা পর সহ-পাইলট উড়োজাহাজের নিয়ন্ত্রণ নেন। ওই সময় তাঁর (পাইলট’) বিশ্রামের প্রয়োজন ছিল। তিনি বিশ্রাম নিতে চাইলে ২৮ বছর বয়সী সহ-পাইলট তাতে রাজিও হন। ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাইলট ঘুমিয়ে গেলে সহ-পাইলটেরও ঘুম পেয়ে যায়। সহ-পাইলট জানিয়েছেন, মাসখানেক আগে তাঁর স্ত্রী যমজ সন্তানের জন্ম দিয়েছেন। বাড়িতে বাচ্চাদের পেছনে অনেকটা সময় ও শ্রম দিতে হয়। এসব কারণে তিনিও বেশ ক্লান্ত ছিলেন।

জাকার্তার এয়ার ট্রাফিকের নিয়ন্ত্রণকক্ষ থেকে উড়োজাহাজটির ককপিটের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। কিন্তু ঘুমিয়ে থাকায় দুজন পাইলটের কেউই সাড়া দিতে পারেননি। পরে তাঁদের ঘুমানোর বিষয়টি জানাজানি হয়ে যায়।

এরপর পাইলটের আগে ঘুম ভাঙে। তিনি বুঝতে পারেন কো-পাইলটও ঘুমিয়ে রয়েছেন। তিনি উড়োজাহাজের নিয়ন্ত্রণ নেন। নিয়ন্ত্রণকক্ষ থেকে যোগাযোগ করা হলে তাতে সাড়া দেন। জাকার্তায় নিরাপদে উড়োজাহাজটি অবতরণ করান।

যাত্রা শুরুর আগে দুজন পাইলটের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল। তাঁদের রক্তচাপ ও হৃৎপিণ্ডের স্পন্দন স্বাভাবিক ছিল। এমনকি মাদক পরীক্ষায় তাঁরা দুজন উত্তীর্ণ হয়েছিলেন।

ঘটনাটির জন্য বাতিক এয়ার কর্তৃপক্ষকে ভর্ৎসনা করেছেন ইন্দোনেশিয়ার এয়ার পরিবহন বিভাগের প্রধান এম কৃষ্টি এনদাহ মুরনি। তিনি বলেছেন, নিজেদের ক্রুদের পর্যাপ্ত বিশ্রামের বিষয়ে বাতিক এয়ারের আরও মনোযোগী হওয়া দরকার।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‘বাণিজ্য মেলা শুরু ২১ জানুয়ারি’

ঠিকানা টিভি ডট প্রেস: আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪ আগামী ২১ জানুয়ারি শুরু হবে। ওই দিন রাজধানীর উপকণ্ঠ পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার পর্দা উঠবে।

বদলে যাচ্ছে পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যদের পোশাক

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ বাহিনীর সংস্কারসহ তাদের পোশাক পরিবর্তনের দাবি ওঠে। শেষ পর্যন্ত র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর পোশাক

‘আজকে গেম দেওয়া হবে, বাবা-মাকে দোয়া করতে বলিস’

নিজস্ব প্রতিবেদক: ‘আজকে গেম দেওয়া হবে, বাবা-মাকে দোয়া করতে বলিস।’ গত ১৬ জুন লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে ছোট ভাইকে মুঠোফোনে এমন খুদে

রায়গঞ্জে মহাসড়কে শৃঙ্খলা ও দুর্ঘটনা রোধে হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে মহাসড়ক এলাকায় শৃঙ্খলা ও দুর্ঘটনা রোধে হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল চান্দাইকোনা বাসস্ট্যান্ডে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুকনী ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুরে খুকনী ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ

বিসিএসের প্রশ্নফাঁসে বিজি প্রেসের দুই কর্মচারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শেওড়াপাড়া ও রামপুরা থেকে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস)। প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিজি প্রেসের দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে সিআইডি। আজ বুধবার