জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: মহানবী রাসুলুল্লাহ (সা.) কে কটূক্তিকারী ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরাহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপি সাংসদ নিতেশ নারায়ন রানের ফাঁসির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে কেন্দীয় শহীদ মিনার প্রাঙ্গণে টাঙ্গাইল জেলা ইমাম ও মুয়াজ্জিন পরিষদের ব্যানারে ওই বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করা হয়।
টাঙ্গাইল জেলা ইমাম ও মুয়াজ্জিন পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সমাবশে মিলিত হয়।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- টাঙ্গাইল জেলা ইমাম ও মুয়াজ্জিন পরিষদের সভাপতি ও কন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা শামছুজ্জামান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামছুল ইসলাম, টাঙ্গাইল সদর উপজেলা ইমাম ও মুয়াজ্জিন পরিষদের সাধারণ সম্পাদক হযরত মাওলানা রেজাউল করিম রাজু, সহ-সভাপতি মুফতী আশরাফুজ্জামান কাসেম, মাওলানা আব্দুল হামিদ, আকরাম হোসেন, টাঙ্গাইল প্রসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, শহর বিএনপির সভাপতি মেহদী হাসান আলীম প্রমুখ।
এ সময় টাঙ্গাইল জেলা ইমাম ও মুয়াজ্জিন পরিষদের নেতাকর্মীরা উস্থিত ছিলেন।