মসজিদের জায়গা দখল করে বিএনপির ক্লাব নির্মাণ

নিজস্ব প্রতিবেদক: মসজিদ কমিটির অনুমতি না নিয়েই মসজিদের জায়গা দখল করে ক্লাবটি করার অভিযোগ উঠেছে শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি রেজাউল হাওলাদার ও কর্মী সমর্থকদের বিরুদ্ধে। তবে এখন অনুমতি না পেলে ক্লাবঘর ভেঙে ফেলা হবে বলে জানিয়েছেন তিনি।

স্থানীয়ভাবে জানা গেছে, নড়িয়া উপজেলার ঘড়িষার বাজারের শত বছরের পুরোনো ঘড়িষার জামে মসজিদ। এই মসজিদের জমিতে ভাড়া দেওয়া রয়েছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট। এ থেকে প্রতি মাসে মসজিদের আয় হয় কয়েক লাখ টাকা। সেই টাকা দিয়ে মসজিদের উন্নয়নকাজ করা হয়ে থাকে।

কয়েক দিন আগে মসজিদের একটি পরিত্যক্ত দোকান ঘর ভেঙে ঘড়িষার ইউনিয়ন বিএনপির ক্লাব তৈরির জন্য দখলে নেয় স্থানীয় কিছু বিএনপি নেতাকর্মীরা। যদিও মসজিদ কমিটি থেকে এই ক্লাব তৈরির জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি বলে দাবি করেছেন মসজিদ কমিটির সভাপতি অ্যাডভোকেট ফিরোজ আহমেদ। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে বাজারের কিছু ব্যবসায়ী জানান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি রেজাউল হাওলাদার ও তার অনুসারীরা মসজিদের পুকুর পাড়ের একটি জায়গার গাছপালা কেটে বিএনপির ক্লাব তৈরি করেছেন। মসজিদের জায়গায় বিভিন্ন দোকানঘর ভাড়া দেওয়া থাকলেও এই বিএনপির ক্লাব তৈরির জন্য মসজিদ কমিটি থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

মসজিদ কমিটির সভাপতি অ্যাডভোকেট ফিরোজ আহমেদ বলেন, তারা (বিএনপির নেতাকর্মীরা) নিজেরাই দায়িত্ব নিয়ে ক্লাবটি উঠিয়েছে। ভাড়া দেওয়ার বিষয়টি আমাদের জানায়নি। ক্লাব ঘরটি তৈরির সময় আমার থেকে কোনো অনুমতিও নেওয়া হয়নি।’

বিষয়টি নিয়ে শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি রেজাউল হাওলাদার বলেন, আমরা মসজিদ কমিটির থেকে মৌখিক অনুমতি নিয়ে ক্লাব ঘর তৈরি করেছি।

মসজিদ কমিটির কে অনুমতি দিয়েছেন, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, মসজিদ কমিটির উপদেষ্টা যারা আছেন, তাদের সঙ্গে আলোচনা হয়েছে। আমি সভাপতির সঙ্গে আলোচনা করে নেব। যদি মসজিদ কমিটি অনুমতি না দেয়, তাহলে ক্লাব ঘর ভেঙে ফেলা হবে।

শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ বলেন, আমি এমন কোনো অভিযোগ এখন পর্যন্ত পাইনি। বিএনপির নাম ভাঙিয়ে মসজিদের জায়গা দখল করে ক্লাব করার কোনো সুযোগ নেই। তা ছাড়া মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে। আমার এটি বিশ্বাস হচ্ছে না যে কেউ মসজিদের জায়গা দখলে নিয়ে ক্লাব করবে। এরপরও যদি মসজিদ কমিটি আমার কাছে বিষয়টি জানায়, তাহলে আমি সমঝোতার দায়িত্ব নেব।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাংলাদেশকে ব্যঙ্গ করে যা বলছে ভারতীয় মিডিয়া

আফগানিস্তানের বিপক্ষে উড়ন্ত সূচনার পর ইংল্যান্ডের বিপক্ষে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশ। দলীয় ব্যর্থতায় ১৩৭ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। বাংলাদেশের এমন হারে লাল-সবুজের

তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি গ্রেফতার

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনিকে গ্রেফতার করা হয়েছে। আজ (সোমবার) দুপুরে ঢাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ইলিয়াস হোসেনের নামে আল্লাহর কাছে বিচার দিলেন রনি

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন সাবেক সংসদ সদস্য (এমপি’) গোলাম মাওলা রনিকে নিয়ে ইউটিউব-ফেসুবকে একটি ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে তিনি বলেন, যখন যেখানে

ছাত্র-জনতার আন্দোলনে নিহত ৮১৯ জনের নাম-পরিচয় প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার আন্দোলনের সময় কমপক্ষে ৮১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। এদের মধ্যে ৬৩০ জনের নাম জানা গেলেও ১৮৯

‘নিহত পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির শ্রদ্ধা’

নিজস্ব প্রতিবেদক: কর্তব্যরত অবস্থায় মারা যাওয়া পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের মহাপরিদর্শক (আইজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। শনিবার (৯ মার্চ)

যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে ধস

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে দীর্ঘ কয়েক মাস ধরে বাংলাদেশের পোশাক রপ্তানি কমছে। বিদায়ী বছরের প্রথম ১১ মাসে এই দেশে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে ধস নেমেছে। বাংলাদেশের