জেমস আব্দুর রহিম রানা: যশোর ডিবি পুলিশের একের পর এক সাফল্য জনমনে স্বস্তি আনছে। মণিরামপুরে চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনার মাত্র ১২ ঘন্টার মধ্যে ডিবি’র এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে একদল চৌকষ ফোর্স ষষ্টিতলাপাড়ার বাসিন্দা দু’জনকে আটক করেছেন। তারা হলো, রমজান খন্দকার (২১) ও সোহাগ (২২)। তারা উভয়ই যশোর ষষ্টিতলা এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, শুক্রবার মণিরামপুর উপজেলার খেদাপাড়া দক্ষিনপাড়া খড়িঞ্চি তিন রাস্তার মোড়ে ইজিবাইক চালক ইয়াছিনকে ছুরিকাঘাত করে তার ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যায় দুই যুবক। গুরুতর আহত ইয়াছিনকে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
ডিবির এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম তদন্তে নেমে ১২ ঘণ্টার মধ্যে ছিনতাইকারী দুইজনকে শনাক্ত করে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাইকৃত ইজিবাইক, ছুরিকাঘাতের কাজে ব্যবহৃত চাকু ও ভিকটিমের মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ছিনতাইয়ের ঘটনা স্বীকার করে। তারা জানায়, তারা ইজিবাইক ছিনতাই করে বিক্রি করার জন্য পরিকল্পনা করেছিলো।
মফিজুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মণিরামপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে, ডিবির এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে একদল চৌকষ ফোর্স একের পর এক অপরাধীদের আটক, মালামাল উদ্ধার ও ক্লু-লেস মামলার জট উদঘাটনে চমক দেখিয়ে আসছেন।’