মধুমেলার ইভেন্ট ওপেন টেন্ডারে কিনে গোপনে তিনগুণ দামে বিক্রি

জেমস আব্দুর রহিম রানা: যশোরের কেশবপুরে ঐতিহ্যবাহী মধুমেলায় বিভিন্ন ইভেন্ট প্রকাশ ডাকে কিনে অবৈধভাবে তিনগুণ বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে ইজারাদারের বিরুদ্ধে। ইতিমধ্যে এসব বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর আবেদনের পাশাপাশি কেশবপুর থানায় পৃথক অভিযোগ দেওয়া হয়েছে। মেলার ঐতিহ্য রক্ষায় এসব অভিযোগের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। শুধু তাই না সার্কাস প্রদর্শনীর বরাদ্দ নিয়েও প্রতারণার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ কারণে ২৫ লাখ টাকা গচ্চা গেছে একটি প্রতিষ্ঠানের।

বগুড়ার দি নিউ সোনার বাংলা সার্কাসের ম্যানেজার সাজ্জাদ হোসেন বাবু জানান, মালিক পক্ষের হয়ে তিনি গত ৯ জানুয়ারি মধু মেলার ইজারাপ্রাপ্ত মুস্তাফিজুল ইসলাম মুক্ত’র সাথে ১০০ টাকার তিনটি স্ট্যাম্পে চুক্তিবদ্ধ হন। যার সকল ডকুমেন্টস তার কাছে রয়েছে। চুক্তি অনুযায়ী, গত ১২ জানুয়ারি তিনি সার্কাস সরঞ্জাম ও ৬০ জন কর্মী নিয়ে কেশবপুরের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু কেশবপুরে পৌছে জানতে পারেন ইজারাদার তাদের সাথে চুক্তিভঙ্গ করে অন্য এক সার্কাস দলের সাথে নতুন করে চুক্তি করেছেন। পরে তার সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হন তারা। এতে করে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। এ কারণে বাধ্য হয়ে তিনি কেশবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। কিন্তু কোনো প্রতিকার পাচ্ছেন না। এ কারণে ৬০ জন কর্মী ও তাদের পরিবার হুমকির মুখে পড়েছে।

এসব বিষয়ে স্থানীয় বাসিন্দা ইকলাসুর রহমান কনকসহ অন্তত চার-পাঁচজনের সাথে কথা হলে তারাও বিভিন্ন ধরনের অভিযোগ করেন। কনক বলেন, তিনি পাঁচ বছর ধরে বিনোদন আইটেমের ব্যবসা করেন মধুমেলায়। এবারও তেমনটি করার কথা ছিল। কিন্তু ডাকের (উন্মুক্ত নিলাম) ইজারাদারের ভাই মানিক তাকে বলেন বিনোদন আইটেমটি ইজারাদারের নামেই কিনতে হবে। পরবর্তীতে তাকেই কাজ দেওয়া হবে। এজন্য তার কাছ থেকে ২৫ শতাংশ টাকাও নেওয়া হয়। সরকারি দাম অনুসারে দু’লাখ ৬১ হাজার টাকার চুক্তিতে বিনোদন আইটেম কেনা হয়। তিনিও বিনোদনের বিভিন্ন পার্টির সাথে কথা বলে মালামাল আনেন। এরমধ্যে ইজারাদার তার কাছে ১০ লাখ টাকা দাবি করেন। এছাড়া, একই বিনোদন নিয়ে গোপালগঞ্জের দেলোয়ার ও আলামিনের কাছ থেকে দু’লাখ টাকা নেন তার লোকজন। সর্বশেষ, তৃতীয়পক্ষের কাছে বিনোদন আইটেমটি সাড়ে সাত লাখ টাকায় বিক্রি করা হয়েছে বলে অভিযোগ করেন কনক। এছাড়াও জাদু প্রদর্শনীর পাঁচ-ছয়টি ইভেন্ট ডাকে কেনা হয়েছিল পাঁচ-ছয় লাখ টাকায়। যার একেকটি বিক্রি করেছেন আড়াই থেকে তিন লাখ টাকায়-এমন অভিযোগ কনকের।

এসব বিষয়ে কথা হয় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেশবপুর উপজেলা শাখার সভাপতি তরিকুল ইসলামের সাথে। তিনি বলেন, এবারের মধু মেলায় যেটা হচ্ছে সেটা সম্পূর্ণ অবৈধ। সরকারের কাছ থেকে কিনে তা তিনগুণ দামে বিক্রি করা হচ্ছে। এর প্রভাব পড়বে দর্শনার্থীদের উপরই। প্রতিটি প্রদর্শনীর দামও বেড়ে যাবে। এতে করে প্রতারণার শিকার হবেন তারা। এসব বিষয়ে তিনি নিজেই জেলা প্রশাসক বরাবর অভিযোগ দিয়েছেন বলে জানান।

খোঁজ নিয়ে জানা যায়,গত বছরের ১৬ ডিসেম্বর সাইকেল গ্যারেজ বাদে অন্য সকল আইটেম (শিশু বিনোদন, সার্কাস, কাঠ মেলা, জাদু, প্যান্ডেল, মৃত্যুকুপ) ১৯ লাখ টাকায় কেনেন মুস্তাফিজুল ইসলাম মুক্ত। অভিযোগ রয়েছে, তিনি অন্যদেরকে জিম্মি করে সবই নিজেই ক্রয় করেন। এছাড়া, সাইকেল গ্যারেজ তার অনুসারী কামাল হোসেন দু’লাখ ৬৪ হাজার টাকায় কেনেন। পরবর্তীতে যা সাত লাখ টাকায় অন্যের কাছে বিক্রি করেন বলে অভিযোগ ওঠে।

এ বিষয়ে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন বলেন, যেকোনো ধরনের প্রতিবন্ধকতা ঠেকাতে প্রকাশ্যে নিলাম ডেকে মেলার ইভেন্ট বিক্রি করা হয়েছে। তা যদি পুনরায় কেউ বিক্রি করে সেটি অবৈধ। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। সার্কাস প্রদর্শনীর বিষয়ে তিনি বলেন, বাবুর অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। বিষয়টি তারা খতিয়ে দেখবেন বলে জানান।

ইজারাদার মুস্তাফিজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন,‘মূলত এলাকার ছেলেরা নানা প্রতিবন্ধকতার কারণে আমার নামে এই মেলা ইজারা নেয়। এবারও তাই হয়েছে। এছাড়া সাজ্জাদ হোসেন বাবুর সাথে কথা হয়েছে। কে বা কারা চুক্তি করেছে সে বিষয়ে তার জানা নেই।’ তিনি আরও বলেন,‘বাবুকে দেখা করতে বলেছি। সে আসলেই বোঝাযাবে কার দোষ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে কৃষক সার ডিলার ও বিএফএদের সাথে মতবিনিময়

নজরুল ইসলাম: চলতি বোরো মৌসুমে কৃষকদের মাঝে সার সরবরাহ ব্যবস্থাপনা সঠিক রাখা ও কৃষকদের সমস্যা দূর করার লক্ষ্যে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) সিরাজগঞ্জ জেলা ইউনিটের

খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছালো

নিজস্ব প্রতিবেদক: শুক্রবার খালেদা জিয়ার লন্ডনযাত্রার কথা থাকলেও তা কয়েক দিন পেছাতে পারে। যদিও এরই মধ্যে বিএনপি চেয়ারপারসনসহ সফরসঙ্গীরা যুক্তরাজ্যের ভিসা পেয়ে গেছেন। বিএনপির চেয়ারপারসন

তিন কোটির ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন

ঠিকানা টিভি ডট প্রেস: অন্তর্বর্তীকালীন সরকারের জেলা প্রশাসক (ডিসি’) নিয়োগ নিয়ে কেলেঙ্কারি শেষ হয়নি। সম্প্রতি বিতর্কিত ডিসি নিয়োগকাণ্ডের অন্যতম হোতা জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিবের

আসিফ নজরুলকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানালেন তিতুমীরের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: এবার নতুন করে তিন দফা ঘোষণা করছেন তিতুমীর কলজের শিক্ষার্থীরা। এই দাবিগুলোর মধ্যে একটি রাষ্ট্রীয় কাজে ব্যাঘাত সৃষ্টির দায়ভার মাথায় নিয়ে আইন উপদেষ্টা

রাইসির জন্য প্রার্থনায় গোটা দেশ,শোকে পাথর ইরানিরা

আন্তর্জাতিক ডেস্ক: হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদোল্লাহিয়ান। তাদের শোকে পাথর হয়ে গেছে ইরানিরা। দুর্ঘটনার খবর শোনার সঙ্গে সঙ্গে

ওসির ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল, বললেন ‘টাকা কম নিলে ইজ্জত থাকে না’

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেনের জিডি করার জন্য অর্থ নেয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।, ভিডিওতে এক ব্যক্তি ওসিকে