রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় প্রাণ হারানো মাহবুবা রহমান আঁখি ও তার নবজাতক সন্তানের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
সোমবার (১৯ জুন) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. অধ্যাপক কাজী গোলাম মোখলেছুর রহমানের নেতৃত্বে প্রভাষক ডা. ফাহমিদা নার্গিস ময়নাতদন্ত সম্পন্ন করেন। দুপুর আড়াইটায় শুরু করে বিকেল সাড়ে ৪টার দিকে ময়নাতদন্ত সম্পন্ন বরেন তারা।
ময়নাতদন্তের বিষয়ে ডা. অধ্যাপক কাজী গোলাম মোখলেছুর রহমান কোনো মন্তব্য করতে রাজি না হলেও শুধু জানান অতিরিক্ত রক্তক্ষরণে আঁখির মৃত্যু হয়েছে।
আঁখির স্বামী ইয়াকুব আলী সুমন বলেন, কুমিল্লার লাকসাম উপজেলার গাইনের ডহরা গ্রামে জানাজা শেষে আঁখির বাবার কবরের পাশেই মা ও ছেলের দাফন করা হবে।