ভুলে অন্যায় করলে গুনাহ হবে কি?

ভুলে যাওয়া মানসিক দুর্বলতার একটি কারণ। কমবেশি সব মানুষের ক্ষেত্রেই তা হতে পারে। কিন্তু কোনো মানুষ যদি ভুলে কোনো ইবাদত ছেড়ে দেয় কিংবা ভুলে কোনো অন্যায় করে বসে তবে কি গুনাহ হবে? এ ক্ষেত্রে করণীয়ই বা কী?

ভুলে যাওয়া কোনো ফাসেকি কাজ নয় বরং এটি মানসিক রোগ। তাই কোনো মানুষ ভুলে যাওয়ার কারণে যদি কোনো গুনাহ করে ফেলে বা গুনাহ করার পর তা থেকে ক্ষমা প্রার্থনার বিষয়টি ভুলে যায় আবার সময় মতো ইবাদত করার কথাও ভুলে যায় তবে মহান আল্লাহ তাআলা তাকে তার কৃত আমলের পরিণাম থেকে ক্ষমা করে দেবেন।

তবে কোনো ইবাদতের কথা ভুলে গেলে তা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে দেরি না করে যথাযথ কাজ সম্পাদন করতে হবে। তা এমন-

> কেউ নামাজ পড়ার কথা ভুলে গেলে; তা মনে হওয়ার সঙ্গে সঙ্গে (নিষিদ্ধ ওয়াক্ত ছাড়া) তা আদায় করে নেওয়া।

কেউ ভুলে কোনো অন্যায়, হারাম বা পাপ কাজে নিয়োজিত থাকলে সঠিক কথা স্মরণে হওয়ার সঙ্গে সঙ্গে অন্যায়, হারাম বা নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকতে হবে।

> যদি কোনো গুনাহ বা অন্যায় করার পর ক্ষমা প্রার্থনার আগেই ভুলে যায়; তবে স্মরণ আসার সঙ্গে সঙ্গে ক্ষমা প্রার্থনা করতে হবে।

মনে রাখতে হবে

অন্যায় তো অন্যায়ই। কেউ ভুলে করুক আর জেনে করুক; স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই ক্ষমা প্রার্থনা করতে হবে। তওবা-ইসতেগয়ার করতে হবে। ক্ষমা প্রার্থনা না করলে অবশ্যই গুনাহগার হতে হবে।

স্মৃতিবিভ্রাট হলে ভিন্ন কথা

আল্লাহ তাআলা মানুষের ভুলে যাওয়ার কারণে সংঘটিত অন্যায়ের গুনাহ বান্দার আমলনামায় লেখেন না। সুতরাং ভুলে যাওয়ার কারণে ওই ব্যক্তি ফাসিক (পাপী) বলেও গণ্য হবে না। হাদিসে এসেছে-

১. হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-

إنَّ اللَّهَ تَجَاوَزَ لِي عَنْ أُمَّتِي الْخَطَأَ وَالنِّسْيَانَ وَمَا اسْتُكْرِهُوا عَلَيْهِ

‘আমার উদ্দেশ্যে আল্লাহ আমার উম্মতের অনিচ্ছাকৃত ত্রুটি ও ভুল ক্ষমা করে দিয়েছেন এবং তার সে কাজ যা সে করতে সে বাধ্য হয়েছে।’ (ইবনে মাজাহ, বায়হাকি)

অর্থাৎ কেউ যদি ভুল বশত কিংবা স্মৃতি বিভ্রাটের কারণে কখনো কোনও অন্যায় করে ফেলে তাহলে তার স্মৃতি বিব্রাটকালীন সময়ের কোনো গুনাহ লেখা হবে না। তবে সে গুনাহ যদি চলতে থাকে; আর এ গুনাহের কাজের কথা কথা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে হারাম থেকে বিরত থাকতে হবে কিংবা ছুটে যাওয়া আমলটি বাস্তবায়ন করতে হবে।

. হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করা হল যে, এক ব্যক্তি নামাজের কথা ভুলে গেছে অথবা নামাজ না পড়েই ঘুমিয়ে পড়েছে। (তার করণীয় কী?) তিনি বললেন‏ يُصَلِّيهَا إِذَا ذَكَرَهَا

যখনই তার (নামাজের কথা) স্মরণে আসবে, তখনই সে ওই নামাজ পড়ে নেবে।’ (বুখারি ও মুসলিম)

৩. ভুলে কোনো অন্যায় হলে গেলে যে গুনাহ হয় না; এ হাদিসটিও একটি প্রমাণ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-

 مَنْ أَكَلَ نَاسِيًا وَهُوَ صَائِمٌ فَلْيُتِمَّ صَوْمَهُ فَإِنَّمَا أَطْعَمَهُ اللهُ وَسَقَاهُ

‘যে রোজাদার ব্যক্তি ভুলবশতঃ কিছু খায় সে যেন তার রোজা পূর্ণ করে (দিনের বাকি অংশ রোজা অব্যাহত রাখে) কেননা আল্লাহ তাকে (ভুলে) পানাহার করিয়েছেন।’ (বুখারি)

সুতরাং ইচ্ছাকৃত না হয়ে শুধু ভুলের কারণে কোনো গুনাহ হয়ে গেলে কিংবা ভুলে নামাজ বা রোজার খেলাফ হলে তাতে গুনাহ হবে না। তবে ভুলে থাকা অবস্থায় অন্যায় হচ্ছে বলে মনে হওয়ার সঙ্গে সঙ্গে তা থেকে ফিরে থাকা আবশ্যক। অন্যথায় গুনাহগার হতে হবে। যেমন-

ভুলে বা ঘুমে নামাজ পড়তে না পারলে সজাগ হওয়ার পর নামাজের কথা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে তা আদায় করে নিতে হবে। অন্যথায় গুনাহ হবে। আবার রোজা থাকা অবস্থায় যদি কেউ খাবার খেয়ে ফেলে তবে স্মরণ হয়ার সঙ্গে সঙ্গে তা থেকে বিরত থাকতে হবে। আর তা ইফতারের সময় পর্যন্ত। এ ভুলের কারণে সংঘটিত অন্যায় বা অপরাধে কোনো গুনাহ হবে না।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ভুলে গুনাহ হওয়ার কিংবা ইবাদত-বন্দেগির কথা ভুলে যাওয়া থেকে হেফাজত করুন। হাদিসের ওপর আমল করার তাওফিক দান করুন। অযথা ভুলে গুনাহ হয়ে গেছে ভেবে দুঃশ্চিন্তা করা থেকে বিরত থাকার তাওফিক দান করুন। আমিন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বন্যার পর এবার আরব আমিরাতে ঘন কুয়াশার প্রকোপ’

আন্তর্জাতিক ডেস্ক: ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির কাটিয়ে উঠতে না উঠতেই এবার ঘন কুয়াশার কবলে সংযুক্ত আরব আমিরাত। দেশটির রাজধানী আবুধাবি ও ওমান সীমান্তবর্তী

বুয়েটে ছাত্র রাজনীতিতে বাধা নেই: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র রাজনীতি চলতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১ এপ্রিল’) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম

‘মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী আজ’

ঠিকানা টিভি ডট প্রেস: মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মদিন আজ বৃহস্পতিবার। ১৮২৪ সালে ২৫ জানুয়ারি যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ তিনি। মাইকেল

শিশুকন্যাকে সঙ্গে নিয়েই রিকশা চালান দ্বীন মোহাম্মদ

নিজস্ব প্রতিবেদক: একজন রিকশাচালক বাবা। মাত্র ৪ বছর বয়সী কন্যাশিশুকে সঙ্গে করেই রাজধানীর অলিগলিতে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহের নিরন্তর লড়াই করছেন। এটাকে ঠিক বাবার ভালোবাসা

ইমপেরিয়াল স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের এনায়েতপুরের গোপরেখী ইমপেরিয়াল প্রি-ক্যাডেট স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে স্কুল চত্বরে ৬৩ জন বিদায়ী শিক্ষার্থীকে ফুলসহ পরীক্ষার উপকরণ

বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির বাঁশখালী শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটি চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস